বোরোর বাম্পার ফলনের প্রত্যাশা; হাওরে ধান কাটা উৎসবে তিন মন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৩, ০৬:২৩ পিএম

বোরোর বাম্পার ফলনের প্রত্যাশা; হাওরে ধান কাটা উৎসবে তিন মন্ত্রী

সোনারং নেয়া পাকাধানের বিস্তীর্ন ফসলী মাঠে তাকিয়ে এক অকৃত্রিম আনন্দ ফুটে উঠে কৃষকের চোখে-মুখে। মনে খুশির জোয়ার আসে। বাধ ভাঙা উচ্ছ্বাসে কৃষক ক্ষেতে যায় ধান কেটে ঘরে তুলতে। এবার আবহাওয়া ভালো থাকায় বোরো মৌসুমে সারাদেশের মতো হাওরাঞ্চলের পাঁচ জেলায়ও ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ফলন ভালো হওয়ায় এবার সরকারের তিন মন্ত্রী ছুটে গিয়েছিলেন সুনামগঞ্জের 'দেখার হাওর' এ। কৃষকের সাথে ধানকাটা উৎসবে যোগ দেন তারা।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের দেখার হাওরে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ধান কাটা উৎসবের উদ্বোধন করেন।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, হাওরে খুশির আমেজ। সকলের মুখে হাসি, ধান কাটা নিয়ে দুশ্চিন্তা নেই।

তিনি বলেন, "বন্যার পূর্বাভাস নিয়ে দুশ্চিন্তা নেই। বন্যার কারন তৈরী হলেও পানি আসতে আসতে ইনশাআল্লাহ ধান কাটা শেষ হবে।"

মন্ত্রী জানান, হাওরে ১ হাজার হারভেস্টার যন্ত্র নিয়ে ধান কাটা চলছে।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) মো. আশরাফ উদ্দিন দি রিপোর্ট ডট লাইভ কে বলেন, বোরো মৌসুমে হাওরে উৎপাদিত ধান সারাদেশের মোট উৎপাদনের প্রায় ১৯ ভাগ। পরিমান ৩৯ লাখ ৮৭ হাজার মেট্রিক টন। আর সারাদেশের মোট বোরো উৎপাদন ২ কোটি ১৫ লাখ মেট্রিক টন।

আশরাফ উদ্দিন বলেন, এবারের মৌসুমে সারাদেশে মোট ৪৯ লাখ ৭৭ হাজার হেক্টর জমিতে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নেয়া হয়।

তিনি জানান, এ লক্ষ্যমাত্রার বিপরীতে ২২ হাজার হেক্টর বেশী জমিতে বোরো চাষ করা হয়েছে। ফলে দেশে মোট বোরো চাষের জমি দাড়িয়েছে ৪৯ লাখ ৯৯ হাজার হেক্টর।

তিনি বলেন, "এবার বোরোতে আমরা বাম্পার ফলন পাবো।"

এদিকে সুনামগঞ্জের ধান কাটা উৎসবে অন্যান্যের মধ্যে যোগ দেন জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ও পুলিশ সুপার এহসান শাহ্।

Link copied!