পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গার পাহাড়ি এলাকায় কয়লার সন্ধান মিলেছে। মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বামা গোমতী পাহাড়ের মাটি খুঁড়ে স্থানীয়রা কয়লা সংগ্রহ করছেন। তারা ওই কয়লা নিজেদের গৃহস্থালীর কাজেও ব্যবহার করছেন।
জানা যায়, এলাকাবাসী কোদাল দিয়ে মাটি খুঁড়ে কয়লা বের করে নিয়ে যাচ্ছেন। ওই কয়লা রান্নার কাজে ব্যবহার করছেন তাঁরা। সেখানে আরও কয়েকটি জায়গায় কয়লার মজুদ মিলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অবশ্য এই কয়লার ভাণ্ডারের আকার সম্পর্কে কোনো তথ্য কেউ দিতে পারেনি এখনো।
স্থানীয় আমতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল গণি গণমাধ্যমকে বলেছেন, পাহাড়ে কয়লার সন্ধান প্রায় এক বছর আগে পাওয়া গেছে। তবে তিনি জেনেছেন সম্প্রতি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় বিষয়টি প্রায় অজানাই ছিল। জানার পর তিনি নিজে গিয়ে দেখে এসেছেন।
স্থানীয় কৃষকরা বলছেন, প্রায় বছরখানেক আগে আদা-হলুদ রোপণের জন্য মাটি খুঁড়তে গিয়ে তারা কয়লা দেখতে পান। পরে কৌতূহলী হয়ে কয়লা সংগ্রহ করে আগুনে পুড়িয়ে নিশ্চিত হয়েছেন তারা। অন্যদের জানালে অনেকেই আগ্রহী হয়ে সেসব কয়লা সংগ্রহ করে রান্নাবান্নার কাজে ব্যবহার করছে।
আমতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জাহাঙ্গীর হোসেন বলেন, দুর্গম পাহাড়ে কয়লা পাওয়ার বিষয়টি সঠিক হলে তা পাহাড়ের বড় পাওয়া হবে।
বামা গোমতীর একাধিক স্থানে মাটির নিচে কয়লা থাকার কথা জানিয়ে স্থানীয় ইউপি সদস্য রংছা কান্তি ত্রিপুরা কয়লা উত্তোলনে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানান।
বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করা হলে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, আমি বিষয়টি শুনেছি। স্থানীয়রা জ্বালানি হিসেবে ব্যবহারও করছে। আমি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বলব, বিষয়টি তদন্ত করে আমাদের কাছে রিপোর্ট পাঠাতে। রিপোর্ট পরবর্তী আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হব। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।