মে ১৫, ২০২২, ০১:২০ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে। দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ক্রমেই খারাপ হচ্ছে।
শনিবার বিকেলে সিলেটের শহীদ সোলেমান হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘সরকার মাথাপিছু আয় বাড়ার কথা প্রচার করে জাতির সঙ্গে প্রতারণা করছে, অথচ এখনো ৪৯২ ডলার ঋণের বোঝা মাথায় নিয়ে প্রতিটি শিশুর জন্ম হচ্ছে। সরকার এই ঋণের বোঝা নিয়ে কিছু বলছে না। অবৈধভাবে ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার আজ একঘরে হয়ে আছে। বিশ্বে দেশের কোনো বন্ধু নেই। জাতি হিসেবে এটা আমাদের জন্য লজ্জার।’
মির্জা আব্বাস বলেন, ‘সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে দুর্নীতি, লুটপাট ও বিদেশে টাকা পাচার হয়েছে।’ জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।