প্রায় পাঁচ মাস পর দেশে ফিরলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল পৌনে পাঁচটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক।
আ স ম আবদুর রব এর ব্যক্তিগত সহকারী মো. সাইফুল ইসলাম বলেন, চিকিৎসা শেষ করে অনেক আগেই দেশে ফেরার কথা ছিলো উনার। কিন্ত ফ্লাইট জটিলতার কারণে আসতে দেরি হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আ স ম রবের সঙ্গে তার স্ত্রী তানিয়া রবও দেশে ফিরেছেন।
উল্লেখ্য এর আগে, চলতি বছরের ৯ মে ভোর ৪টা ১০ মিনিটে কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে করে নিয়মিত রুটিন চেকআপের জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে স্ত্রীকে নিয়ে ঢাকা ত্যাগ করেন আ স ম আবদুর রব।