রাজধানীর সব এলাকায় খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১১, ২০২২, ০৬:৪৫ পিএম

রাজধানীর সব এলাকায় খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “সব থেকে দুর্ভাগ্য হলো, ঢাকা শহরে খেলাধুলার জায়গা সব থেকে কম। প্রত্যেকটা এলাকায় খেলার মাঠ থাকা একান্তভাবে প্রয়োজন। ইতোমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি, প্রতিটি এলাকায় যেন খেলার মাঠ থাকে।”

বুধবার সকালে জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১৩-২০ প্রধান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “আমরা সব সময় ক্রীড়াকে অত্যন্ত গুরুত্ব দেই। ইতোমধ্যে আমরা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করছি, সেইসঙ্গে আমাদের লক্ষ্য সারা দেশে প্রতিটি উপজেলায় খেলার মাঠ; সেই খেলাম মাঠ বড় স্টেডিয়াম না। মিনি স্টেডিয়াম আমি নাম দিয়েছি। সেটার নির্মাণ কাজ চলছে। এ পর্যন্ত ১৮৬টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছে। আরও ১৭১টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এ সময় নারী ক্রিকেট ও ফুটবল দলের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, “ক্রিকেট-ফুটবল সব ক্ষেত্রেই দেখি আমাদের নারীরা অনেক পারদর্শিতা দেখাতে পারছে। তাদের বেশি করে সুযোগ দিতে হবে এবং আরও উৎসাহিত করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন যারা তারাও কিন্তু খেলাধুলায় যথেষ্ট পারদর্শিতা দেখায়। ৯৬ সালে যখন আমি সরকারে তখন তাদের বিশেষ অলিম্পিকে যাওয়ার কথা, আর্থিকভাবে সেই সামর্থ্য ছিল না। আমি প্রাইম মিনিস্টারের ফান্ড থেকে টাকা দিয়ে তাদের পাঠিয়েছিলাম। ৭২টা পদক নিয়ে এসেছিল বাংলাদেশ। তারপর থেকে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদের উৎসাহ দিয়ে যাচ্ছি।”

দেশীয় খেলা ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের গ্রামের অনেকগুলো খেলা আছে। এসব গ্রামীন খেলাগুলো কিছুটা চালু করা হয়েছে। সেগুলো সচল করতে হবে। খুব বেশি খরচও লাগে না। আন্তঃস্কুল প্রতিযোগিতা, আন্তঃকলেজ প্রতিযোগিতা যাতে ব্যাপকভাবে চলে সেই ব্যবস্থা নিতে হবে। আমরা এ ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছি।”

Link copied!