ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৩:২৪ পিএম
দেশের রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত জমা নেওয়া হবে। সোমবার মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। একাধিক প্রার্থী না থাকলে ওইদিনই জানা যাবে কে হতে চলেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি।
এর আগে, চলতি বছরের ২৫ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে আগারগাঁও প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে। মনোয়নপত্র যাচাই-বাছাই সোমবার (১৩ ফেব্রুয়ারি)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি)।
ভোটগ্রহণ রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদে মোট ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগের আড়াইশোর বেশি আসন রয়েছে। আর রাষ্ট্রপতি নির্বাচিত হবে সংসদ সদস্যদের ভোটে। অন্যদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলো থেকেও রাষ্ট্রপতি পদে কোনো প্রার্থী দেওয়া হচ্ছে না বলে জানা গেছে। এমতাবস্থায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থীই হতে চলেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি।
আওয়ামী লীগ এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী বাছাই করেনি। গত ৭ ফেব্রুয়ারি সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করবেন দলের সভাপতি শেখ হাসিনা। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তিনিই নতুন রাষ্ট্রপতি হবেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩ জন সংসদ সদস্য ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।