রিয়াজের শ্বশুরের আত্মহত্যা ইস্যু, কিছু্ই করার ছিলো না-ফেসবুক

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৭:২৪ পিএম

রিয়াজের শ্বশুরের আত্মহত্যা ইস্যু, কিছু্ই করার ছিলো না-ফেসবুক

২ ফেব্রুয়ারী রাত পৌনে ১০টার দিকে ধানমণ্ডিতে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসীন খান। ওই আত্মহত্যা নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ফেসবুক। মার্ক জুকারবার্গের ফেসবুক কর্তৃপক্ষের সাথে এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান।

তিনি বলেছেন, মহসিন খান ফেসবুক লাইভে সাড়ে ১৬ মিনিটের বেশি সময় ছিলেন। পরে মনে হলো কেন এ বিষয়টি আমরা টের পেলাম না? এ বিষয়ে কেউ আমাকে দোষারোপ করেনি। আমি নিজেই নিজেকে দোষারোপ করেছি। এরপর বিষয়টি নিয়ে ফেসবুকের সিঙ্গাপুর অফিসের কাছে জানতে চাই। ফেসবুক আমাদের জানালো, লাইভের প্রথমে মহসীন খানের কথা স্বাভাবিক ছিল। তিনি আত্মহত্যা করবে এমনটা তাদের মনে হয়নি।

মাহবুবুর রহমান বলেন, ফেসবুক জানিয়েছে লাইভ শেষ হওয়ার মাত্র আড়াই মিনিট আগে ফেসবুক বুঝতে পারে লাইভের ব্যাক্তি আত্মহত্যা করবেন। তবে এতো কম সময়ে কিছু করার ছিল না বলেও জানিয়েছে ফেসবুক।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগ কার্যালয়ে আত্মহত্যা বিষয়ে আয়োজিত সেমিনারে এ কথা বলেন  মাহবুবুর রহমান।

Link copied!