অক্টোবর ৭, ২০২২, ০২:১৭ পিএম
কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আবদুর রহমান আবছার (১৬) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে। এসময় একজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সকাল ১০টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, সকালে পাহাড়ের কিনারায় পানের বরজে কাজ করতে যান আবদুর রহমান আবছার ও পানচাষী মোহাম্মদ শরীফ। এ সময় পাহাড় থেকে একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী হামলা করে আবছারকে ধরে ফেলে। মোহাম্মদ শরীফ ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।