এপ্রিল ১৪, ২০২১, ০৪:৫৫ পিএম
বাংলা একাডেমিক সভাপতি ও সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোকবার্তা রাষ্ট্রপতি বলেন, বাংলা ভাষা ও সাহিত্যাঙ্গনে শামসুজ্জামান খানের অবদান বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাষ্ট্রপতি তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রপতি মরহুম শামসুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে শামসুজ্জামান খানের মৃত্যুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও শোক জানিয়েছেন।
বুধবার(১৪ এপ্রিল) দুপুরে এই লোকসংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী এদিন দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
দীর্ঘদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে শামসুজ্জামান খান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিস্থিতির অবনতি হলে সম্প্রতি তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় গত ১১ এপ্রিল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
অধ্যাপক শামসুজ্জামানের জন্ম মানিকগঞ্জ জেলায় ১৯৪০ সালে। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বাধীনতা পদক এবং একুশে পদক পেয়েছেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন
১৯৪০ সালের ২৯ ডিসেম্বর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন শামসুজ্জামান খান। খ্যাতিমান এই গবেষকের উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম হলো ‘বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা’ শিরোনামে ৬৪ খণ্ডে ৬৪ জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহশালা সম্পাদনা। এছাড়া তিনি সম্পাদনা করেছেন ১১৪ খণ্ডে রচিত ‘বাংলাদেশের ফোকলোর সংগ্রহমালা’।