শ্রীপুরে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২২, ১২:৫১ পিএম

শ্রীপুরে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ রেললাইনের মাইজপাড়া এলাকায় শ্রমিকবাহী একটি বাসে ট্রেনের ধাক্কায় এক নারী শ্রমিকসহ চারজন নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ১২ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম প্রিয়া (১৮)। বাকি তিনজনের নাম-পরিচয় জানা যায়নি। নিহত ও আহত সবাই উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশনের শ্রমিক ছিলেন। 

স্থানীয় বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, সকাল ৭টার দিকে মাইজপাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনের সঙ্গে জামান ফ্যাশনের শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নারী শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন শ্রমিক গুরুতর আহত হন। এ ঘটনায় রেলক্রসিংয়ের পাশের ভবনের বেশির ভাগ অংশ ভেঙে গেছে। 

 

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল নাঈম বলেন, দুর্ঘটনায় আহত অনেক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে। নিহতের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। 

 

Link copied!