রাজধানীসহ অন্যান্য ঈদ জামাতগুলোতে এখন পর্যন্ত নাশকতার কোনো তথ্য নেই বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার সকালে জাতীয় ঈদগাহের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পর আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীটির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. কামরুল হাসান এ কথা বলেন। ঈদগাহ ময়দানে সময় নিয়ে আসার জন্যও অনুরোধ করেন তিনি।
মো. কামরুল হাসান বলেন, “ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানে বোম ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং সম্পন্ন করা হবে। এখনও আমাদের কাছে নাশকতার তথ্য নেই।”
নাশকতার গোয়েন্দা তথ্য নেই জানিয়ে কামরুল বলেন, “সাইবার জগতে আমরা যথেষ্ট নজরদারি বজায় রাখি। অনলাইন থেকে তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের প্রতিটি ইউনিট প্রস্তুত থাকে, এখনো সেটি আছে। গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংয়ে আমরা এখন পর্যন্ত নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটার কোন অগ্রিম তথ্য এখনো আমাদের কাছে নেই। আমরা সব সময় প্রস্তুতিমূলক সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা গ্রহণ করি এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ অবস্থায় থাকে।”