সরকারি সেবা নিতে মানুষ যেন হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২২, ১১:৪৭ এএম

সরকারি সেবা নিতে মানুষ যেন হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “মাঠ পর্যায়ে সেবা প্রদানের ক্ষেত্রে’ বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ ও  বাস্তবায়নে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখতে হবে। সরকারি সেবা নিতে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা বঞ্চনার শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখতে হবে।”

মঙ্গলবার বেলা ১১টার পর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনদিনের ডিসি সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা জনসেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য ‘জনপ্রশাসন পদক’ এবং সরকারি প্রতিষ্ঠানে নৈতিকতার চর্চাকে উদ্বুদ্ধ করতে সরকারি কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান করছি। ‘ডিজিটাল বাংলাদেশের সুবিধাকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে ক্রমান্বয়ে সকল সেবাকে সহজিকরণ এবং ডিজিটাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে।”

তিনি বলেন, “করোনাভাইরাসের মহামারির কারণে এক গভীর সঙ্কটের মধ্য দিয়ে আমাদের বিগত ২০২০ এবং ২০২১ সাল অতিক্রম করতে হয়েছে। সেই সঙ্কট এখনও কাটেনি। করোনা বিস্তারের শুরু থেকেই সরকারের বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে এবং চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রশাসন, পুলিশ, সামরিক বাহিনীসহ সকল পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা করোনা সংক্রমণ সীমিত রাখতে সক্ষম হয়েছি। এর মধ্যেই আবার বিশে^র বিভিন্ন দেশে নতুন করে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলাতে আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখাতে হবে।”

শেখ হাসিনা বলেন, “দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আমাদের সরকার টেকসই অবকাঠামো উন্নয়নে বিভিন্ন মেগাপ্রকল্প বাস্তবায়ন করছে। আর কয়েক মাস পর জুন মাসেই আমরা উদ্বোধন করতে যাচ্ছি বহুল আকাক্সিক্ষত পদ্মাসেতু। এ বছরের শেষ নাগাদ আমরা উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চালু করার পরিকল্পনা গ্রহণ করেছি। আগামি অক্টোবর মাসে চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে চালু হবে দেশের প্রথম টানেল।”

সরকারপ্রধান বলেন,  “সরকার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার প্রদান করে এ খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কাক্সিক্ষত প্রবৃদ্ধি অর্জনে বদ্ধপরিকর। ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা, ই-ফাইলিং সিস্টেম চালু, জাতীয় তথ্য বাতায়ন, ই-টেন্ডারিং ইত্যাদি যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।”

Link copied!