‘লকডাউনের নামে অকার্যকর শাটডাউন তৈরি করেছে সরকার’

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৩, ২০২১, ০৩:০৪ পিএম

‘লকডাউনের নামে অকার্যকর শাটডাউন তৈরি করেছে সরকার’

দেশে করোনার সংক্রমণ রোধে সরকারের নেয়া সর্বাত্নক লকডাউন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে লকডাউনের নামে জনগণের ওপর সরকার অকার্যকর শাটডাউন চাপিয়ে দিচ্ছে।

মঙ্গলবার (১৩ মার্চ) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল করেন, ‘সরকার লকডাউনের নামে অকার্যকর শাটডাউন তৈরি করেছে। কীসের লকডাউন ডেকেছে? লঞ্চ, বাস ও ট্রেন স্টেশনগুলোতে গেলে দেখা যায় হাজার হাজার মানুষ ঢাকা ছাড়ছে। কর্মক্ষেত্র ও খাদ্য নিরাপত্তার অভাবে এসব মানুষ শহর ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে।’

তিনি বলেন, লকডাউনে স্বল্প আয়ের মানুষের জীবনে দুঃসময় নেমে এসেছে। তাই জীবনযুদ্ধে টিকতে না পেরে তারা গ্রামে ছুটছেন।

সেসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা লকডাউনের বিরোধিতা করছি না, আমরা বলছি, এটা একটা অকার্যকর শাটডাউন। যে যেভাবে পারছে বাড়ি যাচ্ছে। পোশাককারখানা খোলা রাখছে, অথচ ব্যাংক বন্ধ রাখছে। মূলত সরকারের কাজে কোনো সমন্বয় নেই, কোনো পরিকল্পনা নেই। কোনো রোডম্যাপ নেই। এই যে সাত দিন লকডাউন, তার পরে কী হবে সে বিষয়ে কোনো সঠিক নির্দেশনাও নেই।’

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, সরকারের দুর্নীতি চরম পর্যায়ে যাওয়া ও একদলীয় শাসনের কারণে প্রশাসনসহ কোথাও সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, বিএনপির লোকজন, যারা বড় ব্যবসায়ী ছিলেন তারা গত কয়েক বছরে আওয়ামী লীগের দু্ঃশাসনে সবাই নিঃস্ব হয়ে গেছে। সারা দেশে এ করুণ চিত্র। যারা ঢাকা শহরে মোটরসাইকেলে রাইডিং করে তারা গ্রাম থেকে এসেছে একটু আয়ের আশায়। তাদেরও আজ আয়ের পথ বন্ধ হয়ে গেছে।

সরকার পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটিয়ে বিরোধীদলকে দমনে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এছাড়া সরকারের দুর্নীতি ও ব্যর্থতার চিত্র তুলে ধরে মির্জা ফখরুল জানান, ১০ মাস আগে করোনার চিকিৎসা সরঞ্জাম আসলেও তা ছাড় করা হয়নি।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, ‘করোনা আক্রান্ত হলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার চিকিৎসা শুরু হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘সারাদেশের মানুষ বেগম জিয়ার জন্য দোয়া করছেন। আমরা সবাই দোয়া করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমরা সব সময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই।’

Link copied!