বন্ধ হয়ে যাওয়া মার্কিন ব্যাংকগুলোর সিইও-পরিচালকদের শাস্তি পাওয়া উচিত: ওয়ারেন বাফেট

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২৩, ১০:২৯ পিএম

বন্ধ হয়ে যাওয়া মার্কিন ব্যাংকগুলোর সিইও-পরিচালকদের শাস্তি পাওয়া উচিত: ওয়ারেন বাফেট

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে ধ্বসে পড়া ব্যাংকগুলোর ‘নির্বাহী কর্মকর্তা ও পরিচালকদের শাস্তি পাওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের ওয়ারেন বাফেট।

মার্কিন বিলিয়নিয়ার বিনিয়োগকারী আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও পরিচালকদের শাস্তির আওতায় না আনলে সঞ্চয়কারীদের কাছে ভূল বার্তা যাবে যে ব্যাংক বন্ধ হলেও তাদের (নির্বাহী ও পরিচালকদের) কোনও দূর্ভোগ পোহাতে হয় না।

গত ৭ মে অনুষ্ঠিত নিজের প্রতিষ্ঠান বার্কশায়ার হাথএ্যাওয়ে'র বার্ষিক বিনিয়োগকারীদের সভায় তিনি বলেন, "সিইও ও পরিচালকদের অবশ্যই শাস্তি পেতে হবে। তা না হলে এই শিক্ষা পাওয়া যায় যে, তুমি ব্যাংক পরিচালনা করো, এটাকে নষ্ট করে ফেলো, তারপরও তুৃমি একজন ধনী ব্যাক্তি এবং পৃথিবীর সবকিছু স্বাভাবিকভাবেই চলছে।"

দি গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদনে ছাপা হওয়া ইংরেজীতে ওয়ারেন বাফেট এর এ বক্তব্যের হুবহু অনুলিপি: He (Warren Buffet) said, "the CEOs and Directors should suffer" when the banks they run get into trouble. Otherwise, it teaches the lesson that if you run a bank and screw it up, you are still a rich guy, the world still goes on...that is not a good lesson to teach people who are holding the behavior of the economy in their hands."

বাফেট ওই সভায় সাম্প্রতিক সময়ে আমেরিকায় বন্ধ হয়ে যাওয়া তিন ব্যাংক --সিলিকন ভ্যালে, ফার্স্ট রিপাবলিক ও সিগনেচার ব্যাংক--নিয়ে রাজনীতিবিদ, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও গনমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেন।

ওয়ারেন বাফেট, যিনি তার ব্যাক্তিগত যোগ্যতা ও দক্ষতা দিয়ে বার্কশায়রের মতো বৃহৎ কোম্পনির কর্ণধার হয়ছেন তিনি আমেরিকায় বিনিয়োগকারীদের "ওরাকল অব ওমাহা" হিসেবে বেশি পরিচিত।

তিনি বলেন, ব্যাংক বন্ধ হয়ে যাওয়া ২০০৮ সালের পর আমেরিকার ইতিহাসে এক বড় অর্থনৈতিক ব্যর্থতা।

দ্য গার্ডিয়ান-এ ৭ মে ছাপা হওয়া এ প্রতিবেদনের শিরোনাম ছিলো "US Banking Crisis: Warren Buffet says bosses should face 'punishment'."

বার্কশায়ার এর ভাইস চেয়ারম্যান চার্লি মোঙ্গার ওয়ারেন বাফেটের সুরে তাল মিলিয়ে বলেছেন, "আমি মনে করি ব্যাংকারদের ধনী হওয়ার প্রচেষ্টা করার চেয়ে একজন প্রকৌশলীর মতো নিজ প্রতিষ্ঠানের বিপদ এড়াতে কৌশল গ্রহণ জরুরী।"

এ দুজনই বলেছেন বন্ধ হয়ে যাওয়া ব্যাংকগুলোর নির্বাহীরা তাদের আর্থিক পরিকল্পনা ঠিকমতো করতে পারেনি। তারা ভূল প্রণোদনা ও ঋণ দিয়েছে ও ঝুঁকি নিরুপনে তারা দক্ষতার পরিচয় দিতে পারেনি।

Link copied!