ব্যবসা খাতে সিএমএসএমই'র ২৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল উন্মুক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২৩, ০৪:৪৭ এএম

ব্যবসা খাতে সিএমএসএমই'র ২৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল উন্মুক্ত

কটেজ, মাইক্রো, স্মল এন্ড মেডিয়াম এন্টারপ্রাইজ বা সিএমএসএমই'র ২৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল ব্যবসা খাতের জন্য উন্মুক্ত করলো বাংলাদেশ ব্যাংক।এখন থেকে ব্যবসায়ীরাও এ তহবিল থেকে চলতি মূলধন বা মেয়াদী ঋণ নিতে পারবেন। এ সুযোগ থাকবে ৩০ জুন ২০২৪ সাল পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার সংশ্লিষ্ট বিভাগ থেকে এ সংক্রান্ত এক নির্দেশ সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কে পাঠিয়েছে।

নির্দেশে বলা হয় কোভিড-পরবর্তী সময়ে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্যান্য খাতের পাশাপাশি ব্যবসা খাতেও ঋণ/বিনিয়োগ চাহিদা মেটাতে এ সুযোগ উন্মুক্ত করা হলো।

এ প্রেক্ষাপটে ০৭/২০২২ তারিখের সার্কুলার লেটারে বর্নিত উৎপাদন, সেবা ও ব্যবসা খাতে ঋণ/বিনিয়োগ প্রদানের বিদ্যমান বিভাজনের হার শিথিল করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকের চাহিদা অনুযায়ী যে কোনও খাতে ঋণ প্রদান করতে পারবে।

এ শিথিলতা আগামী ৩০ জুন ২০২৪ সাল পর্যন্ত বলবৎ থাকবে বলে সদ্য জারি করা সার্কুলারে জানানো হয়।

এক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক হতে প্রাক অর্থায়নে প্রাপ্ত অর্থ ৬০ শতাংশ মেয়াদী ঋণ/বিনিয়োগ ও ৪০ শতাংশ চলতি মূলধন ঋণ/বিনিয়োগ হিসেবে বিতরণ করতে পারবে।

মেয়াদী ঋণ/বিনিয়োগের ক্ষেত্রে ৬ (ছয়) মাস গ্রেস পিরিয়ড সহ ৫ (পাঁচ) বছর মেয়াদে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ/মূনাফা সহ কিস্তি আদায় করতে হবে।

চলতি মূলধন ঋণ/বিনিয়োগ হিসেবে প্রদত্ত অর্থ ১২ (বারো) মাস অন্তে সুদ/মূনাফা সহ এককালীন আদায় করতে হবে।

 

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কে নির্দেশ দেয়া হয়েছে।

Link copied!