ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৪:২২ পিএম
আসন্ন পবিত্র রমজানে বাংলাদেশকে রফতানি নিষেধাজ্ঞামুক্ত রেখে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতা কামনা করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ সহায়তা চান।
ভারতের হাইকমিশনার বলেন, ভারতেও মাঝেমধ্যে কোনও কোনও পণ্যের ঘাটতি দেখা দেয়। দাম বেড়ে যায়। সেজন্য, অনেক সময় রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। রফতানিতে নিষেধাজ্ঞার ক্ষেত্রে বাংলাদেশকে অনেক সময় বিশেষ ছাড় দেওয়া হয়ে থাকে।
কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুদেশের কৃষিখাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারতের উদ্ভাবিত বিভিন্ন ফসলের উচ্চফলনশীল জাত বাংলাদেশে অবমুক্তি, চাষ ও বীজ উৎপাদনের জন্য ভারতের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। সীমান্তমুক্ত বীজের প্রস্তাবও দেন তিনি।
কৃষি গবেষণা জোরদার করতে দুই দেশের একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয় বৈঠকে। সেখানে সিদ্ধান্ত হয়, শিগগিরই উচ্চপর্যায়ের সায়েন্টিফিক ভিজিটের মাধ্যমে গবেষণার অগ্রাধিকার খাত চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে। কৃষিতে আধুনিক প্রযুক্তি বিশেষ করে ড্রোনের ব্যবহার, অ্যাগ্রো-প্রসেসিং, পোস্ট হার্ভেস্ট ব্যবস্থাপনা, কোল্ড স্টোরেজ স্থাপন প্রভৃতি বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন ভারতের হাইকমিশনার।