বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে ৬ শতাংশ হতে পারে: আইএমএফ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১০, ২০২৩, ১০:৫৬ পিএম

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে ৬ শতাংশ হতে পারে: আইএমএফ

আইএমএফ কার্যালয়

২০২৩ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ৬ শতাংশ হতে পারে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর আগে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এ বছরের জন্য ৬ দশমিক ৫ শতাংশ প্রাক্কলন করেছিল আইএমএফ।

মঙ্গলবার আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে ওই প্রাক্কলন সংশোধন করে ৬ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে জানানো হয়েছে।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য সরকার সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকারের লক্ষ্যমাত্রার সঙ্গে উন্নয়ন সংস্থাগুলোর পূর্বাভাসের বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে।

প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়ার পাশাপাশি আইএমএফ জানিয়েছে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে মূল্যস্ফীতির হার ছিল ৯ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে তা ৭ দশমিক ৯ শতাংশ এবং ২০২৮ সালে তা ৫ দশমিক ৫ শতাংশে নামতে পারে।

এ ছাড়া চলতি হিসাবে ভারসাম্যে ঘাটতি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। তারা বলছে, ২০২২-২৩ অর্থবছরে চলতি হিসাবের ঘাটতি জিডিপির শূন্য দশমিক ৭ শতাংশ ও ২০২৩-২৪ অর্থবছরে তা শূন্য দশমিক ৮ শতাংশ হতে পারে।

Link copied!