মদ বেচে শতকোটিপতি অথচ জীবনে ছুঁয়েও দেখেননি

অর্থ-বাণিজ্য ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৩, ০২:২৯ এএম

মদ বেচে শতকোটিপতি অথচ জীবনে ছুঁয়েও দেখেননি

সংগৃহীত ছবি

জীবনে কখনো মদ স্পর্শ করেননি তিনি। পারিবারিক ব্যবসা মদ বিক্রির। ব্যবসার দায়িত্ব নিয়ে হয়েছেন বিলিয়নিয়ার। এই গল্প ললিত খৈতান নামে ভারতীয় ব্যবসায়ীর জীবনে। ৮০ বছর বয়সে এসে বিলিয়নিয়ারের খাতায় নাম লিখিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে ললিত খৈতানের বিলিয়নিয়ার হওয়ার খবর প্রকাশিত হয়।

দিল্লির মদের কোম্পানি রেডিকো খৈতানের চেয়ারম্যান ড. ললিত খৈতান। কোম্পানিটি ম্যাজিক মোমেন্টস ভদকা, এইট পিএম হুইস্কি, ওল্ড অ্যাডমাইরাইল ব্র্যান্ডিসহ বিভিন্ন মদের জন্য বিখ্যাত। ভারতের বিভিন্ন জায়গায় এ সংস্থার ২৮টি প্লান্ট রয়েছে। বর্তমানে রেডিকো খৈতান ভারতে তৈরি বিদেশি মদের অন্যতম বড় উৎপাদক। এছাড়াও বিশ্বের ৮৫টি দেশে এ সংস্থার মদ বিক্রি করা হয়। ৩৮০ মিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে তাঁর এই কোম্পানি।

ললিত খৈতানের বাবা জিএন খৈতানের মালিকানাধীন অবস্থায় এ কোম্পানির নাম ছিল রামপুর ডিস্টিলারি অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড। ১৯৯৫ সালের দিকে চার ছেলের মাঝে পারিবারির ব্যবসা ভাগ করে দিলে ললিত খৈতান ডিস্টিলারির দায়িত্ব পান। তবে পরে এটির নাম রেডিকো খৈতান দেয়া হয়। বিগত ২৬ বছর আগে এই ব্যবসার দায়িত্ব সামলাচ্ছেন ললিত খৈতানের ছেলে অভিষেক খৈতান।

২০০০ সালে এক সাক্ষাৎকারে ললিত খৈতান বলেছিলেন, “নবম শ্রেণির পর থেকে আমি খুব স্পষ্ট ছিলাম মদের ব্যবসায় থাকতে চাই। (তখন) আমাদের বাজারগত মূলধন ছিল পাঁচ কোটি টাকা। বর্তমানে এটি ৫০০০ কোটি টাকারও বেশি।”

ললিত খৈতানকে ভারতের নতুন বিলিয়নার হিসেবে উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক ম্যাগাজিন ফোর্বস তাদের এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালে ড. ললিত খৈতানের সংস্থাটি প্রকাশ্যে ৫০ শতাংশের বেশি লাভ করেছে। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ এক বিলিয়ন বা একশ কোটি ডলার পৌঁছেছে।

কলকাতার ছেলে ললিত সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি বিএমএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে প্রকৌশলী হন। পরে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড থেকে ফাইন্যান্স এবং হিসাববিজ্ঞানের ওপর ডিগ্রি নেন তিনি। তারপর পারিবারিক ব্যবসার দায়িত্ব নিয়ে এখন শতকোটি ডলারের মালিক তিনি।

Link copied!