বাজেট ২০২৪-২৫

গাড়ি আমদানিতে কর দিতে হবে এমপিদের

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ৫, ২০২৪, ০৬:২৬ পিএম

গাড়ি আমদানিতে কর দিতে হবে এমপিদের

প্রতীকী ছবি

টানা ৩৬ বছর ধরে এমপিদের গাড়ি আমদানিতে থাকা শুল্কমুক্ত সুবিধা এবারের বাজেটে বাতিল হতে যাচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্র। বলা হয়েছে, আগামী বাজেটে এমপিদের গাড়ি আমদানিতে ২৫ শতাংশ আমদানি শুল্ক ও ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট মেটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বড় অঙ্কের ঋণ নিচ্ছে সরকার। এই ঋণের শর্ত অনুযায়ী সরকারকে রাজস্ব আয় বাড়াতে কর অব্যাহতি সুবিধা ক্রমান্বয়ে প্রত্যাহার করে নিতে হবে। তারই অংশ হিসেবে সরকার এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক অব্যাহতি সুবিধা তুলে নিতে যাচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, বেশির ভাগ এমপিই জাপান থেকে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আমদানি করেছেন। এসব গাড়ির মধ্যে টয়োটা ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার, মিতসুবিসি পাজেরো অন্যতম।

এসব গাড়ি আমদানি করতে সাধারণ নাগরিকদের ১০০-৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক দিতে হয়। এর বাইরে গাড়ির ইঞ্জিন ক্ষমতার ওপর নির্ভর করে দিতে হয় নানাবিধ সম্পূরক শুল্ক ও ভ্যাট।

প্রসঙ্গত, ১৯৮৮ সালের ২৪ মে এক প্রজ্ঞাপন জারি করে এমপিদের গাড়ি আমদানিতে সব ধরনের শুল্ক ও কর প্রদানে অব্যাহতি সুবিধা দেয় তদানীন্তন এরশাদ সরকার। এখনও এটা চালু আছে।

Link copied!