কারওয়ান বাজার ছাড়তে চান না ব্যবসায়ীরা

সাদিয়া ইসলাম সুপ্তি

এপ্রিল ১, ২০২৪, ১০:২১ পিএম

কারওয়ান বাজার ছাড়তে চান না ব্যবসায়ীরা

গাবতলীতে যেতে ইচ্ছুক নন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঈদের পরে কারওয়ান বাজারের আড়ত ভবন ভেঙে ফেলা এবং কারওয়ান বাজার স্থানান্তর সর্ম্পকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বক্তব্যের পর থেকেই ব্যবসায়ীদের মধ্যে দেখা দিচ্ছে নানা প্রকারের অনিশ্চয়তা। যেখানে কারওয়ান বাজারের কাঁচামালের আড়ত ভবনের ১৭৬ ব্যবসায়ীকে গাবতলী কাঁচাবাজারে স্থানান্তর করা হবে।

বিগত ২৫ বছর ধরে কারওয়ান বাজারে ব্যবসা করছেন হাবিবুর রহমান। বাজার স্থানান্তরে বিষয়ে জানতে চাইলে তিনি উল্লেখ করেন যে, ৫০ হাজারের মতো মানুষের জীবিকার জন্য এই কারওয়ান বাজারে ব্যবসা করেন। বেকারত্ব যদি বাড়ে সেক্ষেত্রে নানা রকমের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা বাড়বে। মো. মনসুর আলী গাজী নামের আরও একজন ব্যবসায়ী মনে করছেন, বাজার স্থানান্তরে তাদের ক্ষতি ছাড়া আর কিছুই নয়।

শুধু ব্যবসায়ীরাই নন, বরং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন বাজার স্থানান্তরের সিদ্ধান্তে আড়ত মালিক সমিতির সদ্স্যদেরও রয়েছে বিরূপ প্রতিক্রিয়া।

কারওয়ান বাজারকে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার অভিহিত করে আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী বলেন, ‘স্থানান্তর করার মতো কোনো পরিবেশই ওখানে নেই। এজন্য আমাদের ব্যবসায়ীরা আসলে ওখানে যেতে ইচ্ছুক না।’

কারওয়ান বাজার পাইকারি কাঁচাবাজারকে স্থায়ী বরাদ্দ প্রাপ্ত মার্কেট উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পাইকারি বাজার বলতে যে উপদানগুলো লাগে, খোলামেলা...চতুর্পাশ খোলামেলা থাকতে হবে। যেন বাতাসটা চলাচল করতে পারে। পাশাপাশি চতুর্পাশে আপনার রাস্তা লাগবে। ট্রাকের জন্য জায়গা লাগবে। বিশেষ করে প্রতিদিন ৪০০-৫০০ ট্রাক ঢোকে এখানে। এক্সিটের (বেরিয়ে যাওয়ার রাস্তা) জন্য একাধিক রুট লাগবে। আসলে, পাশাপাশি ঢাকা শহরে সবজির যোগানটা, শুধু ঢাকা শহর না, দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে সবজি যায়। আর সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে সবজি আসে। আর পুরো ঢাকা শহরের ৯৯ শতাংশ যোগানটাই আমরা দিই। তো, এরকম একটা পাইকারি কাঁচা বাজার স্থানান্তর করতে হলে যেটা প্রয়োজন, সেইম (একই রকম) কোনো অবকাঠামো আমাদের জানামতে কোথাও করা হয়নি।’

ক্রেতাদেরও একই মতামত বিক্রেতাদের মতো। একরামুল ইসলাম এখানকার একজন নিয়মিত ক্রেতা। তিনি জানান শহরের কেন্দ্রে কারওয়ান বাজারের অবস্থান হওয়ায় ক্রেতারা যেসব সুযোগ সুবিধা ভোগ করে আসছেন সেই বিষয়ে হস্তক্ষেপের সম্ভাবনা প্রকাশ করেছেন।  আরেকজন ক্রেতা আব্দুল জাব্বার বলেন, ‘এখন আমরা যেমন সুযোগ ভোগ করছি বাজার স্থানান্তর হলেও একইভাবে গাবতলীর মানুষেরাও ভোগ করবে।’

Link copied!