সরকারি কর্মচারীসহ যাদের ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর

অর্থ-বাণিজ্য ডেস্ক

অক্টোবর ২৩, ২০২৪, ০২:৫৮ পিএম

সরকারি কর্মচারীসহ যাদের ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর

গত সোমবার দুর্নীতি প্রতিরোধে সরকারি প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক লেনদেনে ডিজিটাল প্রযুক্তি চালুর বিষয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে এনবিআর চেয়ারম্যানসহ কর্মকর্তাদের এক  বৈঠকে বৃহত্তর ঢাকা অঞ্চলের সব সরকারি কর্মচারীদের আয়কর রিটার্ন জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ  এই চার সিটি করপোরেশনে অবস্থিত  আয়কর সার্কেলসমূহের অধিক্ষেত্রভুক্ত সব সরকারি কর্মচারী ও ব্যাংকারদের  অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।  এই আদেশ ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস, বাটা, নেসলে বাংলাদেশসহ  দেশের সকল তফশিলি ব্যাংক ও মোবাইল অপারেটরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও বাধ্যতামূলক করেছে এনবিআর।  

২০২৩-২০২৪ বছরে মোট পাঁচ লাখ ২৬ হাজার ৪৮৭ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেন। সরকার আশা করছে, ২০২৪-২৫ অর্থবছরে মোট ১০ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দেবেন।

www. etaxnbr. gov.bd এনবিআর এর এই ওয়েবসাইটে গিয়ে করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে জমা দিতে পারবেন। করদাতারা অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন।

এছাড়া রিটার্ন দাখিলের কপি , আয়কর  সনদ ও টিআইএন সনদ, আগের বছরে দাখিল করা ই-রিটার্নের কপি, রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রিন্ট অথবা ডাউনলোড ও করা যাবে।

 

Link copied!