মার্চ ৫, ২০২৪, ১১:০৫ এএম
বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়কমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশনে অংশগ্রহণ করেন তিনি। অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নসরুল হামিদ। একই সময় চলতি সপ্তাহেই জ্বালানি তেলের দাম সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও নিশ্চিত করেন বিদ্যুৎ-জ্বালানিমন্ত্রী।
সাংবাদিকদেরকে নসরুল হামিদ বলেন, ‘সামনে গরমের সময় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার বিষয়ে আলোচনা হয়েছে। জ্বালানি দাম সাশ্রয়ী করা হবে। এই সপ্তাহেই জ্বালানি ডাইনামিক প্রাইসিং পদ্ধতিতে জ্বালানির দাম নির্ধারণ করা হবে। বিশ্ব বাজারের তেলের দাম বিবেচনা করে দাম নির্ধারণ করা হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে। এই সপ্তাহেই প্রজ্ঞাপন হবে।’
এর আগে গত ৩ মার্চ জ্বালানি তেলের দাম কমানোর আভাস দিয়েছিলেন নসরুল হামিদ।
২০২১ সালের নভেম্বর থেকে পরের বছর আগস্ট পর্যন্ত ৩ দফা দাম সমন্বয় হয় জ্বালানি তেলের। এতে প্রতি লিটার ডিজেল-কেরোসিনের দাম বাড়ে ৪৪ টাকা।
২০২২ সালের শেষদিকে জ্বালানি তেলের দাম বাজারভিত্তিক করার পরামর্শ দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তখন থেকেই সরকার নীতিমালা তৈরির পথে হাঁটছে।
ভোক্তা পর্যায়ে এখন প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৯ টাকা। পেট্রোল ১২৫ টাকা ও অকটেন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।