ছোট গরুর চাহিদা বেশি, বড় গরুর বিক্রেতাদের কপালে হাত

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ১৫, ২০২৪, ০১:০৩ পিএম

ছোট গরুর চাহিদা বেশি, বড় গরুর বিক্রেতাদের কপালে হাত

ছবি: সংগৃহীত

বিগত বছরের তুলনায় এবার রাজধানীর পশুর হাটগুলোতে ছোট আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। এরপরই আছে মাঝারি গরুর চাহিদা। অথচ চাহিদা কম থাকায় বড় গরুর বিক্রেতাদের রীতিমতো কপালে হাত পড়েছে।

জানা গেছে, যারা হাটে ছোট ও মাঝারি গরু নিয়ে এসেছেন তাদের বিক্রি বেশ ভালো হলেও বড় গরুর বিক্রেতারা চিন্তায় পড়েছেন। কেননা তারা যে দাম হাঁকছেন ক্রেতারা তার অর্ধেক দামে কিনতে চাইছেন। সব মিলিয়ে ঈদের মাত্র দুই দিন আগে বড় গরুর চাহিদা কমেছে এবারের কোরবানির পশুর হাটে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির অনুমোদিত স্থায়ী-অস্থায়ী ২০টি হাটের মধ্যে গাবতলী, রামপুরার মেরাদিয়া, তেজগাঁওয়ের পলিটেকনিকের খেলার মাঠ, হাজারীবাগ, কমলাপুরসহ কয়েকটি বাজারের ক্রেতা-বিক্রেতারা জানান, ছোট ও মাঝারি আকারের গরুর ক্রেতা সবচেয়ে বেশি। বিক্রেতাদের মধ্যেও যারা এই আকারের গরু নিয়ে বাজারে এসেছেন তাদের বিক্রি ভালো হচ্ছে।

কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রেতারা হাটে প্রচুর বড় গরু এনেছেন। তবে ছোট ও মাঝারি গরুর সংখ্যা বেশি। সর্বনিম্ন ৭৫ হাজার থেকে ১ লাখ টাকা ও সর্বোচ্চ ৫-৭ লাখ টাকা পর্যন্ত দাম হাঁকাতে দেখা গেছে তাদেরকে।

অন্যদিকে খাসির দাম আকার ভেদে সর্বনিম্ন ১০-১৫ হাজার, আর সর্বোচ্চ জাত ও আকারভেদে ৩০-৬০ হাজার টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে।

Link copied!