আইএমএফের হিসাব পদ্ধতিতে রিজার্ভ ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুলাই ১৩, ২০২৩, ০৫:৫৭ পিএম

আইএমএফের হিসাব পদ্ধতিতে রিজার্ভ ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পদ্ধতি মেনে বাংলাদেশ ব্যাংক রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করেছে। বর্তমানে নতুন হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক আইএমএফের ফর্মুলা মেনে প্রথমবারের মতো রিজার্ভের পরিমাণ প্রকাশ করে।

আইএমএফের হিসাব অনুযায়ী যে রিজার্ভ আছে তা বাংলাদেশের ৪ মাসের আমদানি ব্যয়ের সমান।

আইএমএফ প্রস্তাবিত পদ্ধতির পাশাপাশি বাংলাদেশ ব্যাংক তাদের নিজস্ব পদ্ধতিতেও রিজার্ভের হিসাব করেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার অন্যতম শর্ত ছিল, বিপিএম-৬ মডেল অনুযায়ী জুনের মধ্যে রিজার্ভের হিসাব প্রকাশ করতে হবে।

গত জুনে আইএমএফের ফর্মুলা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। তবে জুনে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার।

Link copied!