ত্রিশ বছর পর যুক্তরাষ্ট্রের বন্দরে বাংলাদেশি জাহাজ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২২, ১১:৩৫ পিএম

ত্রিশ বছর পর যুক্তরাষ্ট্রের বন্দরে বাংলাদেশি জাহাজ

প্রায় ত্রিশ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দরে পৌঁছালো বাংলাদেশি পতাকাবাহী জাহাজ।গত ৫ মার্চ বাংলাদেশ শিপিং করপোরেনের(বিএসসি) মালিকানাধীন ও পরিচালনায় ‘এমটি বাংলার অগ্রগতি’ নামে জাহাজটি রাষায়ণিক দ্রব্য খালাস বা নেওয়ার জন্য টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন বন্দরে পৌঁছায়।  

এর মাধ্যমে সমুদ্র বাণিজ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলে জানিয়েছে বিএসসি কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের বন্দর অভিমুখী জাহাজকে অবশ্যই দেশটির সমুদ্রবিষয়ক প্রশাসনের দ্বারা স্ক্রিন করানো হয়। জাহাজটি সমুদ্রবিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে চলছে কিনা তা নিশ্চিত হতে জাহাজ স্ক্রিন করানো হয়।

বিএসসি জানায়, যুক্তরাষ্ট্রের বন্দরে বাংলাদেশি জাহাজ নোঙর করার বিষয়টি দেশের জন্য একটি বিশাল অধ্যায়। কারণ বিশ্বের  অনেক প্রতিষ্ঠিত কোম্পানি তাদের জাহাজ  মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতে চায় না। 

মার্কিন কর্তৃপক্ষের পরিদর্শনের জন্য এবং তাদের বন্দর জাহাজ ব্যবহারের সুবিধা পেতে কর্মকর্তা, নাবিকদের পেশাদারিত্বেরব ক্ষেত্রে নিবেদিত ও সক্রিয় হতে হয়।

বিএসসি জানায়, যুক্তরাষ্ট্রের  বন্দরে এমটি বাংলার অগ্রগতি জাহাজটি পাঠানোর জন্য বাংলদেশ শিপিং করপোরেশনের একটি দল নিদ্রাহীনভাবে কাজ করে অনেক রাত কাটিয়েছেন। বাংলাদেশ সমুদ্র শিল্পের বিশ্বব্যাপী মর্যাদাকে তুলে ধরতে বাংলাদেশ শিপিং করপোরেশন একটি মডেল হিসেবে জায়গা করে নিয়েছে। 

উল্লেখ্য, বাংলাদেশের একমাত্র মালিক ও ব্যবস্থাপক বাংলাদেশ শিপিং করপোরেশন আন্তর্জাতিক মানদণ্ড ও নীতিমালা মেনে বিশ্বব্যাপী কেমিক্যাল ট্যাংকার পরিচালনা করে। এটি একটি চ্যালেঞ্জিং পেশা যেখানে সমুদ্র বাণিজ্য পরিচালনাকারী অনেকে দেশ সফলতার মুখ দেখতে পারেনি।

Link copied!