দেশে ঝুঁকিপূর্ণ শ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা ১০ লাখ ৬৮ হাজার: বিবিএস

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুলাই ২০, ২০২৩, ০২:২৮ এএম

দেশে ঝুঁকিপূর্ণ শ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা ১০ লাখ ৬৮ হাজার: বিবিএস

দেশে ঝুঁকিপূর্ণ শ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা ২ লাখেরও বেশি কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

সর্বশেষ ২০২২ সালের জরিপে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে ঝুঁকিপূর্ণ শ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৬৮ হাজার ২১২ জন। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ১২ লাখ ৮০ হাজার ১৯৫ জন।

পাঁচ থেকে সতেরো বছর বয়সী শিশুদের নিয়ে বিবিএস ২০২২ সালের মার্চ-জুন সময়ে এ জরিপ পরিচালনা করে।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিসংখ্যান ভবনে এ সার্ভের অস্থায়ী প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিবিএস উপপরিচালক মো. সাদ্দাম হোসেন খান প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলেন, জাতীয় শিশুশ্ৰম জরিপ ২০২২ ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুর সংখ্যা হলো তিন কোটি ৯৯ লাখ  ৬৪ হাজার পাঁচ জন। এদের মধ্যে শ্রমজীবী শিশু শ্রমিক ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জন বা দেশে মোট শিশুর ৮ দশমিক ৯ শতাংশ।

দশ বছর আগে, ২০১৩ সালে পরিচালিত শিশুশ্রম জরিপে দেখা গেছে, দেশে ৫-১৭ বছর বয়সী শিশুদের সংখ্যা ছিল ৩ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৩৮৪ জন। তাদের মধ্যে যথাক্রমে ৩৪ লাখ ৫০ হাজার ৩৬৯ জন বা ৮ দশমিক ৭ শতাংশ ছিলো শ্রমজীবী শিশু।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহী, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ড. শাহনাজ আরেফিন, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট ডিরেক্টর মাটি ক্যানেল এবং আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তুওমো পাউটিয়াইনেন।

শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, জনসংখ্যা বাড়ার কারণে শিশুশ্রম কিছুটা বেড়েছে, আমাদের ঝুঁকিপূর্ণ শিশুর সংখ্যা কমেছে। আমাদের আগামী দুই বছর সামনে রয়েছে। শিশুশ্রম নিরসনে ২ হাজার ৫০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে।

Link copied!