জুলাই ২০, ২০২১, ০৪:১৫ পিএম
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) সম্পদ মূল্য বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ২৩ কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। দেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৪২টি কোম্পানি রয়েছে। এর মধ্যে ৩৪টি কোম্পানি প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বিএসআরএম শীর্ষে
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ মূল্য বেড়েছে বিএসআরএম লিমিটেডের। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৯ টাকা ৩৮ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ৯৯ টাকা ৮৯ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ১৯ টাকা ৪৯ পয়সা। ১১৯ টাকা ৩৮ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৮৮ টাকা ২০ পয়সায়।
এরপর সর্বোচ্চ বেড়েছে মীর আক্তার হোসেনের। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৮৯ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ৩৫ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ১৫ টাকা ৩৯ পয়সা। ৫০ টাকা ৮৯ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৮৮ টাকা ৫০ পয়সায়।
সম্পদ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর গত বছর প্রথম প্রান্তিক ৩১ মার্চ ২০২০ ও এ বছর ৩১ মার্চ ২০২১ তুলে ধরা হলো:
আনোয়ার গ্যালভানাইজিং : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে গম্পদমূল্য ছিল ১০ টাকা ৮৫ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ৬৭ পয়সা। কোম্পানিটির শেয়ার সম্পদ মূল্যের অনেক উপরে লেনদেন হচ্ছে। ১১ টাকা ৫২ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৫৮ টাকা ৯০ পয়সায়।
আজিজ পাইপস : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৬ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ২২ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ৫৪ পয়সা। ১৪ টাকা ৭৬ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১১০ টাকায়।
বিবিএস কেবলস : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (গম্পদমূল্য) দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৫ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ৫৬ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ৩ টাকা ১৯ পয়সা। ৩২ টাকা ৭৫ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৬২ টাকা ৯০ পয়সায়।
বিডি ল্যাম্পস : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪ টাকা ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ৬১ টাকা ৪৮ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ৩ টাকা ১৯ পয়সা। ৭৪ টাকা ৯৩ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১৮৪ টাকা ৫০ পয়সায়।
বিডি থাই : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৫৬ পয়সা। আগের বছরের একই সময়ে গম্পদমূল্য ছিল ২৬ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ৭৬ পয়সা। ২৭ টাকা ৫৬ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৫ টাকা ৯০ পয়সায়।
বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৭৩ পয়সা। আগের বছরের একই সময়ে গম্পদমূল্য ছিল ২৪ টাকা ৩৯ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ৩৪ পয়সা। ২৪ টাকা ৭৩ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৮ টাকা ৪০ পয়সায়।
বিএসআরএম স্টিল মিলস : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৬২ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৫৬ টাকা ৮৪ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ৭৮ পয়সা। ৫৭ টাকা ৬২ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৫৭ টাকা ২০ পয়সায়।
গোল্ডেন সন : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৫ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৩ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ২ পয়সা। ২০ টাকা ৫ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১৮ টাকা ৬০ পয়সায়।
জিপিএইচ ইস্পাত : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৬২ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ০১ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে এক টাকা ৬১ পয়সা। ১৮ টাকা ৬২ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৩৮ টাকা ২০ পয়সায়।
ইফাদ অটোস : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৮০ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ৩৯ টাকা ৭৩ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে এক টাকা ৭ পয়সা। ৪০ টাকা ৮০ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৫৪ টাকা ১০ পয়সায়।
কে অ্যান্ড কিউ : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৬ টাকা ৯৯ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ৭৬ টাকা ৯৮ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে এক পয়সা। ৭৬ টাকা ৯৯ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৪৫ টাকা ২০ পয়সায়।
মুন্নু এগ্রো : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৭ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৯৮ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ৫৯ পয়সা। ১৩ টাকা ৫৭ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৬১৬ টাকা ৬০ পয়সায়।
নাহি অ্যালুমিনিয়াম : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৮৬ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে এক টাকা ১ পয়সা। ১৬ টাকা ৮৭ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৪৪ টাকা ৬০ পয়সায়।
ন্যাশনাল পলিমার : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ২৩ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ৩৫ টাকা ৮৭ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ১২ টাকা ৩৬ পয়সা। ৪৮ টাকা ২৩ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৫৮ টাকা ৪০ পয়সায়।
ওয়াইম্যাক্স ইলেকট্রোড : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮০ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ২৯ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ৫১ পয়সা। ১৩ টাকা ৮০ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৫ টাকা ৭০ পয়সায়।
কাশেম ইন্ডাস্ট্রিজ : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ২৮ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ৫৪ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ৭৪ পয়সা। ৩০ টাকা ২৮ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৫০ টাকা ২০ পয়সায়।
রংপুর ফাউন্ড্রি : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৪৭ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ২৭ টাকা ৭৩ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ৭৪ পয়সা। ২৮ টাকা ৪৭ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১৩৬ টাকা ৭০ পয়সায়।
রেইনউক যজ্ঞেশ্বর : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ০.০৮ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ১৫ টাকা ৩৫ পয়সা। ১৫ টাকা ৪৩ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৯৪৩ টাকা ২০ পয়সায়।
রানার অটোমোবাইল : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ৮৯ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ৬৩ টাকা ৩৯ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে এক টাকা ৫০ পয়সা। ৬৪ টাকা ৮৯ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৬৭ টাকা ৯০ পয়সায়।
এস আলম কোল্ড : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ১০ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ০১ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ১৮ পয়সা। ১৯ টাকা ১০ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৩২ টাকা ২০ পয়সায়।
এসএস স্টিল : ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২২ পয়সা। আগের বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৯৮ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে ৩ টাকা ২৪ পয়সা। ১৭ টাকা ২২ পয়সার সম্পদ মূ্ল্যের কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২১ টাকা ৪০ পয়সায়।
উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৪২টি কোম্পানি রয়েছে। এর মধ্যে ৩৪টি কোম্পানি প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। যার মধ্যে প্রথম প্রান্তিকে গত বছর একই সময়ের তুলনায় শেয়ার প্রতি সম্পদ বেড়েছে ২৩টি কোম্পানির। শেয়ার প্রতি সম্পদ কমেছে ১১টি কোম্পানির এবং প্রথম প্রান্তিক প্রকাশ করেনি ৭টি কোম্পানি।