জুলাই ৪, ২০২৩, ০৯:২৫ এএম
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক (ইডি) নুরুন নাহার। তাঁকে এইচআরডিসহ মোট ১৪টি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এ পদে নুরুন নাহার দ্বিতীয় নারী, যিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন।
রবিবার (২ জুলাই) তিনি এ পদে যোগদান করেন।
শনিবার ১ জুলাই ডেপুটি গভর্নর আহমেদ জামালের মেয়াদ পূর্ণ হয়। এরপর শূন্য পদটিতে যোগ দেন নুরুন নাহার।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।আড়াই মাস পর ২ জুলাই থেকে এ নিয়োগ কার্যকর হয়।
প্রজ্ঞাপনে মতে, নির্বাহী পরিচালক পদ থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নুরুন নাহারকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়।
নতুন ডেপুটি গভর্নর নুরুন নাহার ১৯৮৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন এবং ২০১৯ সালে তিনি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ প্রাপ্তির পূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
চাকুরি জীবনে তিনি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, পূর্বর্তন বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম ও রাজশাহী অফিসে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক (প্রধান নির্বাহী) এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে পরিচালিত “সাপোর্টিং পোস্ট কোভিড-১৯ দল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট" এর প্রকল্প পরিচালক ছিলেন।
তিনি ডেপুটি গভর্নর হিসেবে যোগদানের পূর্ব পর্যন্ত সোনালী ব্যাংক পিএলসি`র পরিচালনা পর্ষদে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৪ সালে স্নাতক এবং পরবর্তীতে এমবিএ ডিগ্রি অর্জন করেন বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্বপ্রাপ্ত নুরুন নাহার। পেশাজীবনে তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ হতে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন।
দাপ্তরিক প্রয়োজনে তিনি বিভিন্ন সভা, সেমিনার ও প্রশিক্ষণ উপলক্ষে যুক্তরাজ্য, সুইডেন, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত ও নেপাল সফর করেন।
১৯৬৫ সালে ঢাকা জেলার ধামরাই থানার বালিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নূরুন নাহার। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জননী।