বিদেশি উৎস থেকে ভার্চুয়াল মুদ্রায় দেশে লেনদেন হচ্ছে : বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৩, ২০২২, ০১:৫১ এএম

বিদেশি উৎস থেকে ভার্চুয়াল মুদ্রায় দেশে লেনদেন হচ্ছে : বাংলাদেশ ব্যাংক

বিদেশি উৎস থেকে ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপটোকারেন্সীতে দেশের বেশ কিছু তফসিলি ব্যাংকের একাউন্ট থেকে লেনদেন হচ্ছে। যার ফলে সেই সব একাউন্ট থেকে লেনদেনের সঠিক তথ্য থেকে পাওয়ায় বাধা সৃষ্টি হবে। তাই ব্যাংকগুলোসহ গ্রাহকদের এই ভার্চুয়াল মুদ্রায় লেনদেন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এক বিজ্ঞপ্তিতে তারা এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে ক্রিপটোকারেন্সি লেনদেনে সহায়তা প্রদান অবিলম্বে বন্ধের পাশাপাশি এ বিষয়ে যথাযথ সতর্কতা অবলম্বনপূর্বক মনিটরিং কার্যক্রম বৃদ্ধি করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়। এছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়, সকল শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের দর্শনীয় স্থানে জনসাধারণের অবগতির লক্ষ্যে তাদের বোধগম্য করে নোটিশ বোর্ডে প্রদর্শন এবং ওয়েবসাইটের হোম পেইজ-এ প্রকাশ নিশ্চিত করাসহ সকল প্রশিক্ষণ প্রোগ্রামে প্রশিক্ষণার্থীদেরকে সার্কুলারটির বিষয়বস্তু অবগতকরণের নির্দেশনা দেয়া হয়। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি হয়েছে।

ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা কোনো সম্পদ বা অর্থমূল্যেরে প্রতিনিধিত্ব করে। যা দিয়ে লেনদেন সম্পন্ন করা যায়। কিন্তু অনুমোদন না থাকায় বাজারে ভার্চুয়াল বা ক্রিপ্টো কারেন্সি দিয়ে কোনো লেনদেন সম্পন্ন হয় না। আর বাংলাদেশের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তা ব্যবহারের কোনো সুযোগ নেই।

Link copied!