জুন ১৪, ২০২৩, ১২:১৪ এএম
বিশ্বে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে এবার উন্নয়নশীল দেশগুলোকে বেশী করে ঋণ দেয়ার পরিকল্পনা করছেন মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন।
মার্কিন মাল্টিন্যাশনাল গণমাধ্যম সিএনএন এক রিপোর্টে অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন সম্পর্কে এমন দাবী করেছে।
https://edition.cnn.com/2023/06/12/business/yellen-treasury-testimony/index.html
রিপোর্টে বলা হয়, জেনেট ইয়েলেন এর একটি রেডী করা বক্তব্যের নোট থেকে সিএনএন জানতে পারে এ কৌশল বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের আইনপ্রণেতাদের (কংগ্রেসে) তিনি অনুরোধ করতে চান।
রিপোর্টে সিএনএন বলে, "কংগ্রেসের কাছে শিগগিরই তিনি (জেনেট ইয়েলেন) উন্নয়নশীল দেশগুলোকে আরও ঋণ দেওয়ার আবেদন করবেন। ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ফান্ড ও আফ্রিকান ডেভেলপমেন্ট ফান্ড কে ঋণের পরিমাণ বাড়িয়ে দিতে কংগ্রেসে বলবেন তিনি।"
এ লক্ষ্যে জেনেট ইয়েলেন যে লিখিত বক্তৃতার খসড়া প্রস্তুত করেছেন তার একটি কপি সিএনএন দেখেছে।
রিপোর্টে বলা হয়, "ইয়েলেনের পরিকল্পনা অনুযায়ী এশিয়া ও আফ্রিকায় উন্নয়নশীল দেশগুলোকে বাড়তি ঋণ দেয়া হলে তা বিনিয়োগ হিসেবে ভূরাজনৈতিক মেরুকরণে যুক্তরাষ্ট্রের এন্গেজমেন্ট বাড়াবে।"
মঙ্গলবার ফাইনান্সিয়াল সার্ভিস কমিটির কাছে এ বিষয়ে ইয়েলেনের সাক্ষ্য দেয়ার কথা।
এবছরের শুরুর দিকে ইয়েলেন ফাইনান্সিয়াল সার্ভিস কমিটিকে দেয়া এক সাক্ষ্যে বলেন যে তিনি কিছু কর্মকাণ্ড যেমন বিশ্বব্যাপী চীনের এনগেজমেন্ট বাড়ায় খুবই উদ্বিগ্ন।
তিনি বলেন, চীনের দেয়া ঋণ সংশ্লিষ্ট দেশগুলোকে ফাঁদে ফেলবে এবং অর্থনৈতিক উন্নতি হবে না।