মার্চ ২৯, ২০২৩, ০৪:৪৭ এএম
কটেজ, মাইক্রো, স্মল এন্ড মেডিয়াম এন্টারপ্রাইজ বা সিএমএসএমই'র ২৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল ব্যবসা খাতের জন্য উন্মুক্ত করলো বাংলাদেশ ব্যাংক।এখন থেকে ব্যবসায়ীরাও এ তহবিল থেকে চলতি মূলধন বা মেয়াদী ঋণ নিতে পারবেন। এ সুযোগ থাকবে ৩০ জুন ২০২৪ সাল পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার সংশ্লিষ্ট বিভাগ থেকে এ সংক্রান্ত এক নির্দেশ সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কে পাঠিয়েছে।
নির্দেশে বলা হয় কোভিড-পরবর্তী সময়ে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্যান্য খাতের পাশাপাশি ব্যবসা খাতেও ঋণ/বিনিয়োগ চাহিদা মেটাতে এ সুযোগ উন্মুক্ত করা হলো।
এ প্রেক্ষাপটে ০৭/২০২২ তারিখের সার্কুলার লেটারে বর্নিত উৎপাদন, সেবা ও ব্যবসা খাতে ঋণ/বিনিয়োগ প্রদানের বিদ্যমান বিভাজনের হার শিথিল করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকের চাহিদা অনুযায়ী যে কোনও খাতে ঋণ প্রদান করতে পারবে।
এ শিথিলতা আগামী ৩০ জুন ২০২৪ সাল পর্যন্ত বলবৎ থাকবে বলে সদ্য জারি করা সার্কুলারে জানানো হয়।
এক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক হতে প্রাক অর্থায়নে প্রাপ্ত অর্থ ৬০ শতাংশ মেয়াদী ঋণ/বিনিয়োগ ও ৪০ শতাংশ চলতি মূলধন ঋণ/বিনিয়োগ হিসেবে বিতরণ করতে পারবে।
মেয়াদী ঋণ/বিনিয়োগের ক্ষেত্রে ৬ (ছয়) মাস গ্রেস পিরিয়ড সহ ৫ (পাঁচ) বছর মেয়াদে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ/মূনাফা সহ কিস্তি আদায় করতে হবে।
চলতি মূলধন ঋণ/বিনিয়োগ হিসেবে প্রদত্ত অর্থ ১২ (বারো) মাস অন্তে সুদ/মূনাফা সহ এককালীন আদায় করতে হবে।
এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কে নির্দেশ দেয়া হয়েছে।