যুক্তরাষ্ট্রে পাচার হওয়া টাকা রেমিট্যান্স হয়ে দেশে ঢুকছে: সিপিডি

অর্থ-বাণিজ্য ডেস্ক

মে ২৮, ২০২৩, ০২:২৪ এএম

যুক্তরাষ্ট্রে পাচার হওয়া টাকা রেমিট্যান্স হয়ে দেশে ঢুকছে: সিপিডি

মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার হওয়া টাকা প্রনোদনার সুযোগ নিতে রেমিট্যান্স হয়ে দেশে আসতে পারে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

শনিবার (২৭ মে) ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘স্টেট অব দ্য বাংলাদেশ ইকনোমি ২০২২-২০২৩’ শীর্ষক এক সভায় নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন প্রবাসী আয় প্রসঙ্গে এ কথা বলেন।

তিনি বলেন, মার্কিন যুক্তরাস্ট্র থেকে রেমিট্যান্স আসছে। এটি উদ্বেগজনক। সাধারণত মানুষ টাকা নিয়ে যায় যুক্তরাষ্ট্রে। ওটা (যুক্তরাষ্ট্র) তো আমাদের রেমিট্যান্স এর জায়গা নয়। তাহলে কিভাবে আসছে? একটা বিষয় হতে পারে যে পাচারকৃত অর্থ ফেরত আসছে। সরকারের দেয়া ২.৫ শতাংশ প্রনোদনার সুযোগ নিচ্ছে।

রেমিট্যান্স প্রবাহ কমতির দিকে ও হতাশাব্যাঞ্জক উল্লেখ করে ড. ফাহমিদা বলেন, গত এক বছরে মধ্যপ্রাচ্যে ৯ লাখ ২২ হাজার শ্রমিক গেছে। কিন্ত সেখান থেকে প্রত্যাশিত রেমিট্যান্স আসেনি।

প্রবাসী আয়ের তথ্য তুলে ধরে তিনি বলেন, গত ২০২১-২২ অর্থ বছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) সৌদি থেকে ৩ দশমিক ৮৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও চলতি ২০২২-২৩ অর্থ বছরের একই সময়ে এসেছে ৩ দশমিক ০৪ বিলিয়ন ডলার।

ড. ফাহমিদা খাতুন বলেন, গত অর্থ বছরের একই সময়ে (জুলাই-এপ্রিল) আমেরিকা থেকে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে ৩ দশমিক ০৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। হঠাৎ যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির বিষয়টি অস্বাভাবিক।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে যারা যায় তাদের বেশির ভাগই হোয়াইট কলার জব করে। অনেকেই দেশের ঘরবাড়ি ও জমিজমা বিক্রি করে বিদেশে নিয়ে চলে যায়। অনেক শিক্ষার্থীও সেদেশে আছে। তারা টাকা পাঠাতে পারে না। তাহলে এত প্রবাসী আয় কারা পাঠাচ্ছে?

Link copied!