রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে হিমশিম এনবিআরের

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২২, ২০২১, ০৩:০৩ এএম

রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে হিমশিম এনবিআরের

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে মাসে লক্ষ্যমাত্রার মাত্র ৪১ শতাংশ রাজস্ব সংগ্রহ করতে পেরেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৈশ্বিক করোনা মহামারীর এই চরম প্রতিকূলতার মধ্যেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে আঞ্চলিক কার্যালয়সমূহকে কঠোর ব্যবস্থা নিতে বলেছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চলতি অর্থবছরে করোনা মহামারীর কারণে মোট রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা এদিক-সেদিক হতে পারে। তবে বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সাথে এখনও যোগাযোগ বাড়ানোর মাধ্যমে রাজস্ব আদায়ের একটা বড় অংশ পূরণ করা সম্ভব হবে।

সেলক্ষ্যে বর্তমান পরিস্থিতি কথায় মাথায় রেখে সকলকে লক্ষ্যমাত্রা পূরণে কাজ করতে এবং বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে আঞ্চলিক অফিসগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

চলমান ২০২০-২১ অর্থবছরে বাজেটে মূল্য সংযোজন কর বা ভ্যাট হতে রাজস্ব বোর্ডের মোট আয় ধরা হয়েছিলো ১ কোটি ২৭ লাখ ৭৪৭ কোটি টাকা। কিন্তু এ বছরের জানুয়ারি মাস পর্যন্ত ভ্যাট আদায় হয়েছে মাত্র ৫৩ হাজার ৮১ কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম মাত্র ৪১.৫৫ শতাংশ।

বাজেটে আমদানি খাত থেকে ৪৫ হাজার ৫৫৪ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হলেও এবছরের জানুয়ারি পর্যন্ত মাত্র ১৯ হাজার ৬৫৯ কোটি টাকা আদায় করা সম্ভব হয়েছে। এরমধ্যে শুধু জানুয়ারি মাসেই সংগ্রহ করা হয় ২ হাজার ৯৫২ কোটি টাকা।

গত অর্থবছরের প্রথম সাত মাসে ১৭ হাজার ৮১৪ কোটি টাকার রাজস্ব আদায় করতে পেরেছিল এনবিআর। আগের বছরের জানুয়ারি মাসের সংগ্রহ ছিল ২ হাজার ৬৭৬ কোটি টাকা।

চলতি অর্থবছরে মাসিক হিসেবে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ১০ দশমিক ৩২ শতাংশ এবং প্রথম সাত মাসের হিসেবে প্রবৃদ্ধি ১০ দশমিক ৩৫ শতাংশ।

অপরদিকে আঞ্চলিক কার্যালয়গলো থেকে ভ্যাট সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৮২ হাজার ১৯২ কোটি টাকা। কিন্তু এবছরের জানুয়ারি মাস পর্যন্ত এনবিআর মাত্র ৩৩ হাজার ৪২২ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এরমধ্যে কেবল জানুয়ারি মাসেই ৫ হজার ৫৬৬ কোটি টাকার ভ্যাট আদায় করা হয়।

গত অর্থবছরের জানুয়ারি মাস পর্যন্ত ৩৪ হাজার ১৪৭ কোটি টাকা এবং শুধু জানুয়ারি মাসেই ৫ হাজার ৭১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল।

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকতা বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘করোনা মহামারীর মধ্যে লক্ষমাত্রা ঠিক রেখে রাজস্ব আদায় খুব একট সহজ কাজ না।’

তিনি বলেন, ‘আমরা সকলেই বর্তমান অবস্থান সম্পর্কে অবগত আছি এবং পরিস্থিতি যেকোন সময় ভালো বা খারাপ হতে পারে। কিন্তু লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং কাজ এগিয়ে নিতে হবে।'

বড় কোম্পানিগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর মাধ্যমেই রাজস্ব আদায়ের একটা বড় অংশ পূরণ করা সম্ভব হবে। কারণ বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো থেকেই মোট রাজস্বের একটা বড় অংশ আদায় হয়ে থাকে- যোগ করে এ রাজস্ব বোর্ডের কর্মকর্তা।

Link copied!