তেলের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস। তেলের দাম বৃদ্ধি এবং সারাবিশ্বের সংকটাপন্ন অবস্থা নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসে সংগঠনটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জুলাই ও আগস্ট মাসে দৈনিক ৬ লাখ ৪৮ হাজার ব্যারেল তেল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। তেল রপ্তানিকারীদের এই সিদ্ধান্ত মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা করছেন বিশ্লেষকরা।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে ক্রমেই বাড়ছে তেলের দাম। আন্তর্জাাতিক বাজারে যা প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ১শ ডলারের উপরে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে তেলের দাম বেড়েছে ৫৪ শতাংশ।
এর আগে সারা বিশ্ব যখন মন্দার কবলে পড়ে তেলের চাহিদা কমে আসে, তখন ক্ষতি কাটাতে উৎপাদন কমিয়েছিল ওপেক ও সহযোগী দেশগুলো। তবে পরে অর্থনীতি ঘুরে দাঁড়ালেও তার সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন বাড়ানো হয়নি। এমনকি আমেরিকার অনুরোধ ও সতর্কবার্তা সত্ত্বেও প্রতি মাসে দৈনিক ৪ লাখ ৩২ হাজার ব্যারেলের বেশি উৎপাদনের ব্যাপারে রাজি হয়নি সৌদি আরবের নেতৃত্বাধীন দেশগুলো। কিন্তু রাশিয়ার ওপর আমেরিকা, ব্রিটেনসহ বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা আরোপ করায় সেই সরবরাহও ব্যাহত হচ্ছিল। এরই মধ্যে মঙ্গলবার রাশিয়া থেকে তেল কেনা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরো গোষ্ঠীভুক্ত দেশগুলো, যা জ্বালানির সরবরাহে আরও সমস্যা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছিল। এই অবস্থায় ওপেক প্লাসের সিদ্ধান্তে বিশ্বের উদ্বেগ কিছুটা হলেও কমবে।