মে ২৭, ২০২৩, ০৯:৩৫ পিএম
আগামী ২০২৩-২৪ অর্থবছরে সারের দাম বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা ভর্তূকী কমানোর সরকারী উদ্যোগের কারনে দেশে কৃষি উৎপাদন হ্রাস ও খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়তে পারে বলে আশংকা করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
শনিবার (২৭ মে) ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘স্টেট অব দ্য বাংলাদেশ ইকনোমি ২০২২-২০২৩’ শীর্ষক এক সভায় নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন প্রবাসী আয় প্রসঙ্গে এ কথা বলেন।
ড. ফাহমিদা বলেন চালসহ সব ধরনের খাদ্যপন্যের দাম বেড়ে যাওয়ায় ইতোমধ্যে দেশের মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ফলে মাথাপিছু প্রকৃত খাদ্যভোগ কমেছে। এছাড়া খাদ্য বহির্ভূত পন্যের দামও বাড়তি থাকায় খাদ্যভোগে প্রভাব পড়েছে।
তিনি বলেন, ভর্তূকি কমানোর বিষয়ে সরকারকে একটি রুপরেখা নিয়ে এগুতে হবে। একটি অগ্রাধিকার তালিকা ও ধাপে ধাপে তা বাস্তবায়নেরও পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, সরকার আন্তর্জাতিক মূদ্রা তহবিলের ঋণ পেতে বাস্তবায়নকৃত কতিপয় শর্তের অন্যতম হলো বিভিন্ন খাতে ভর্তূকি কমানো।