বিদ্যমান ৫ শতাংশ থেকে কমিয়ে স্বর্ণের উপর ভ্যাট ২ শতাংশ নামিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস। বৃহস্পতিবার প্রাক-বাজেট আলোচনায় এই প্রস্তাব দেয় বাজুসের সহ-সভাপতি আনোয়ার হোসেন। এনবিআরের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
বাজেট প্রস্তাবনায় বাজুসের পক্ষ থেকে বলা হয়, প্রতিযোগিতামূলক বিশ্ববাজার, স্বর্ণের উচ্চমূল্য ও নানাবিধ কারণে জুয়েলারি শিল্পে ৫ শতাংশ হারে ভ্যাট নির্ধারণ করায় ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। তাছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতে জুয়েলারি শিল্পে ৩ শতাংশ ভ্যাট বিদ্যমান থাকায় এবং ভারতের ভিসা প্রাপ্তি সহজলভ্য হওয়ায় এদেশের ক্রেতা সাধারণ ভারত থেকে স্বর্ণালংকার কিনতে উৎসাহীত হচ্ছে।
আরও বলা হয়, আমাদের দেশে বর্তমানে আরোপিত ভ্যাট অনুযায়ী একজন ক্রেতা ১০ লাখ টাকার স্বর্ণালংকার ক্রয় করলে তাকে ৫০ হাজার টাকা ভ্যাট দিয়ে হয়। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ১০ লাখ টাকার স্বর্ণালংকার ক্রয় করলে মাত্র ৩০ হাজার টাকা ভ্যাট দিয়ে হয়। এর নেতিবাচক প্রভাব পড়েছে জুয়েলারি শিল্পের ওপর। তাই জুয়েলারি খাতে ভ্যাট সহনশীল ও যৌক্তিক পর্যায়ে অর্থাৎ ২ শতাংশ হারে নামিয়ে আনা হলে জুয়েলারি ব্যবসায়ীরা ভ্যাট দিতে উৎসাহিত হবেন এবং ক্রেতা সাধারণও ভ্যাটদানে আগ্রহী হবেন।
প্রাক বাজেট আলোচনায় বাজুসের সিনিয়র সহসভাপতি গুলজার আহমেদ, বাজুসের সাবেক সভাপতি দীলিপ রায় অংশ নেন।