করোনাভাইরাসের অত্রিমাত্রার সংক্রমণ মোকাবিলায় সরকারের জারিকরা স্বাস্থ্যবিধি মেনে চলেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।
শুক্রবার বাণিজ্য মেলার পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মেলা বন্ধের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এখনো নতুন নির্দেশনা আসেনি। তবে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তদারকি আরও বাড়িয়েছি।”
করোনাভাইরাসের সংক্রমণ রোধে নতুন বিধিনিষেধ জারি করেছে সরকার। এতে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ না করার কথা বলা হয়েছে। তবে এর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য মেলা চলবে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।
শুক্রবার থেকে মেলা প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন জানিয়ে তিনি আরও বলেন, “মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি ভাঙায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শনিবারও একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অনেককে সতর্ক করা হয়েছে।”সরকার ঘোষিত ১১ দফা স্বাস্থ্যবিধি মেনেই মেলার কার্যক্রম চলছে বলে জানান মেলার পরিচালক। একই সঙ্গে ক্রেতা-দর্শনার্থীদেরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
পূর্বাচলের নতুন ঠিকানায় বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে (বিবিসিএফইসি) চলছে এবারের বাণিজ্য মেলা। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল ও ১৫টি খাবারের দোকান স্থান পেয়েছে।
মেলার শুরুর দিকে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও গত এক সপ্তাহে মেলায় দর্শনার্থী অনেকটাই বেড়েছিল। তবে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় ক্রেতার উপস্থিতি আবারও কমে যেতে পারে বলে আশঙ্কা মেলায় স্টল দেওয়া ব্যবসায়ীদের।