সোমবার থেকে ৪৩ দিন বন্ধ দেশের সব কোচিং সেন্টার

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৪, ২০২৩, ১১:২০ এএম

সোমবার থেকে ৪৩ দিন বন্ধ দেশের সব কোচিং সেন্টার

সংগৃহীত ফাইল ছবি

আসছে ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে  এবং প্রশ্নফাঁস ও প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে প্রায় দেড় মাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।নির্দেশনা অনুযায়ি, সোমবার(১৪ আগস্ট) থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দেড় মাস সারাদেশে কোচিং সেন্টার বন্ধ থাকছে।

গত ৮ আগস্ট রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা জানান। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৩ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে ওই সভার আয়োজন করা হয়েছিল।

ওই সভায় শিক্ষামন্ত্রী জানান, এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা ৭৫ নম্বরে হবে। এর মধ্যে লিখিত ৫০ নম্বর (২০ এমসিকিউ, ৩০ লিখিত) আর ব্যবহারিক ২৫। অন্য সব বিষয়ে পূর্ণ নম্বরে, পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

এদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, সব শিক্ষা বোর্ড, জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ে সব প্রশাসনিক পদে দায়িত্বরতদের কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কোচিং খোলা রাখলে জেল-জরিমানাসহ সিলগালা করা হতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, চলতি বছর দেশের ৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন। গত বছর পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। এহিসেবে চলতি বছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৫৫ হাজার ৯৩৫ জন।

বন্যার কারণে সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ২৭ আগস্ট থেকে শুরু হবে। পিছিয়ে দেওয়া চার বিষয়ের পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করে নতুন সময়সূচিও প্রকাশ করেছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

Link copied!