প্রথমবারের মতো নবাব সলিমুল্লাহর জন্মদিন পালন করবে ঢাবি

সালমান শাওন, ঢাবি প্রতিনিধি

মে ৬, ২০২৫, ০৯:২৩ পিএম

প্রথমবারের মতো নবাব সলিমুল্লাহর জন্মদিন পালন করবে ঢাবি

১৫৩ তম এই জন্মবার্ষিকীর আয়োজন নিশ্চিত করেছেন সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে নবাব স্যার সলিমুল্লাহর জন্মবার্ষিকী। ১৫৩ তম এই জন্মবার্ষিকীর আয়োজন নিশ্চিত করেছেন সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি দ্যা রিপোর্ট ডট লাইভকে জানান, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম আমরা নবাব স্যার সলিমুল্লাহর জন্মবার্ষিকী আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদযাপন করতে যাচ্ছি।”

দিনব্যাপী কর্মসূচি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

নবাব স্যার সলিমুল্লাহর জন্ম তারিখ ৭ জুন হলেও ঈদুল আজহার ছুটির কারণে অনুষ্ঠানটি পিছিয়ে ২৪ জুন পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারাদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপন করা হবে।

ড. আব্দুল্লাহ বলেন, “ঐদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে র‍্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এই র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।”

র‍্যালিটি ভিসি চত্বর থেকে শুরু হয়ে মধুর ক্যান্টিন, সেন্ট্রাল মসজিদ এবং শহীদ মিনার ঘুরে সলিমুল্লাহ মুসলিম হলে এসে শেষ হবে।

থাকবে নানামুখী আয়োজন

অনুষ্ঠানের অংশ হিসেবে হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে “বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক বাস্তবতায় নবাব স্যার সলিমুল্লাহর প্রাসঙ্গিকতা”।

প্রথম পুরস্কার হিসেবে থাকবে ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৭ হাজার ৫০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা।

সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত অংশগ্রহণ

শুধু হলের শিক্ষার্থীদের নয়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও এই প্রতিযোগিতাগুলো উন্মুক্ত থাকবে। হলের বাইরের শিক্ষার্থীরাও একই বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এবং পুরস্কারসমূহ একইভাবে প্রযোজ্য থাকবে।

ড. আব্দুল্লাহ বলেন, “এটি যেহেতু বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে, সেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ থাকবে।”

বিশেষ সেমিনার থাকছে

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নবাব সলিমুল্লাহর জীবন ও কর্ম নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া সন্ধ্যায় হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রীতিভোজ।

আয়োজকরা আশা করছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা নবাব স্যার সলিমুল্লাহর অবদান সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারবে এবং তার উত্তরাধিকারকে সম্মান জানাতে পারবে।

এ্যালামনাইদের আমন্ত্রণ

অনুষ্ঠানে সলিমুল্লাহ মুসলিম হলের প্রাক্তন শিক্ষার্থীদের, অর্থাৎ এ্যালামনাইদেরকেও আমন্ত্রণ জানানো হবে। আয়োজকেরা মনে করেন, তাঁদের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে তুলবে।

প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন আশাবাদ ব্যক্ত করেন যে, “এই আয়োজন সফলভাবে সম্পন্ন হবে এবং নবাব স্যার সলিমুল্লাহর স্মৃতি নতুন প্রজন্মের মাঝে আরও জীবন্ত হয়ে উঠবে।”

Link copied!