দেশে তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি-বেসরকারি কলেজ, মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠান সাতদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বেশ কয়েকদিন ধরেই রাজশাহী অঞ্চলের তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে। সরকারের এই ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধের দাবি করছেন শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই। তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার যৌক্তিকতা তুলে ধরে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন, আগামী ১০-১৫ দিন আমরা একটা ইউনিক সিচুয়েশন পার করবো। সর্বোচ্চ তাপমাত্রা সম্ভবত একদিনও ৪০ ডিগ্রির নিচে নামবে না। ফিল টেম্পারেচার ৪৫ ডিগ্রির আশেপাশে থাকবে। এই তাপমাত্রায় স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়া এক রকম অসম্ভব। বিশেষ করে আমাদের ইমারতগুলো যেভাবে তৈরি। এই অবস্থায় সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা উচিত।
এই পোস্টের সূত্র ধরে অনেক শিক্ষক-শিক্ষার্থী তার দাবির সঙ্গে একমত হয়েছেন। সেখানে কাওসার নামের এক শিক্ষার্থী ১০-১৫ দিন ক্যাম্পাস বন্ধ রেখে অনলাইনে ক্লাস নেওয়ারও দাবিও যোগ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়েরর (রাবি) উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘আজকে সরকার প্রাথমিক থেকে কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আমরা আগামীকাল এ বিষয়ে সভা করে ক্লাস বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবো। তবে অনেক শিক্ষার্থীই ক্যাম্পাসে চলে এসেছেন। অনেকের পরীক্ষা সামনে, এই বিষয়গুলোও আমাদের ভাবতে হবে।তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।’