জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে এবং তরুণদের দেশের ইতিহাসের গুরুত্ব উপলব্ধি করাতে `রিমেম্বারিং জুলাই `২৪` শীর্ষক একটি বিশেষ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে `রিফ্রেইমিং বাংলাদেশ`।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জুলাই বিপ্লবের বিভিন্ন দিককে কেন্দ্র করে গল্প, কবিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, গবেষণা প্রবন্ধ এবং চিত্রকর্মের মতো বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতাটি আয়োজিত হবে।
এই প্রতিযোগিতা বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি তরুণদের মধ্যে দেশপ্রেমের মান জাগিয়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংগঠকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রায়হান জানান, "এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো জুলাইয়ের চেতনাকে জাগিয়ে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া।"
তিনি আরও বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মধ্যে সৃজনশীলতা বিকাশ পাবে এবং তারা দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে।
সারা দেশের সকল বয়সী মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় নগদ পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা এবং সর্বমোট বারো লক্ষ পাঁচ হাজার টাকা পুরস্কারের অর্থ রাখা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হাবিবা নুসরাত মিম জানান, "এই প্রতিযোগিতাটি সম্পূর্ণ অনলাইনে আয়োজিত হবে এবং সারা দেশের যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।"
`রিমেম্বারিং জুলাই `২৪` শীর্ষক এই প্রতিযোগিতা বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি তরুণদের মধ্যে দেশপ্রেমের মান জাগিয়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংগঠকরা মনে করেন।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাজিদ ইসলাম জানান, "জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, ঘটনাপ্রবাহ, শহীদদের বলিদান এবং পুলিশ ও সরকারি বাহিনীর নির্মমতা ইত্যাদি বিষয়ে প্রতিযোগীরা তাদের সৃষ্টিশীলতা প্রকাশ করতে পারবেন।"