কক্সবাজারে সমুদ্রসৈকত থেকে চবির আরেক ছাত্রের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২৫, ১১:৩৯ এএম

কক্সবাজারে সমুদ্রসৈকত থেকে চবির আরেক ছাত্রের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১

ছবি: সংগৃহীত

কক্সবাজারের সমুদ্রে নিখোঁজ থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই ছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে হিমছড়ির সৈকতে সাগরে নেমে তলিয়ে যাওয়া দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হল, এখনও নিখোঁজ আছেন আরেকজন।

নিখোঁজের ২৪ ঘণ্টারও বেশি সময় পর বুধবার সকাল ৯টার দিকে সমিতি পাড়া এলাকার সমুদ্র সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল মুকিত বলেন, উদ্ধার হওয়া মরদেহটি মঙ্গলবার ভোরে হিমছড়ি পয়েন্ট থেকে গোসলে নেমে নিখোঁজ হওয়া আসিফ আহমদের। আসিফ বগুড়ার দক্ষিণ নারুলী এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।

মুকিত আরও বলেন, “মরদেহ ভেসে আসার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। পরে আসিফ আহমেদের বড় ভাই সেখানে এসে লাশটি শনাক্ত করেন।”

এর আগে মঙ্গলবার ভোরে কক্সবাজারের হিমছড়ির সৈকতে সাগরে গোসলে নেমে তলিয়ে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের তিন ছাত্র।

তার মধ্যে কে এম সাদমান রহমান সাবাবের লাশ সেদিন সকালে উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন- অরিত্র হাসান ও আসিফ আহমেদ।

তাদের বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদ মিয়া বলেন, “প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে সোমবার তারা পাঁচ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে যান। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তারা হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে যান।

“ছবি তোলার সময় বৃষ্টি শুরু হলে আমরা দুইজন দৌড়ে ছাতার নিচে চলে আসলেও তারা সাগরে থেকে যায়। বারবার তাদের ডাকার পরও তারা ‘আসছে, আসছে’ বলতে থাকে। মাঝিরাও তাদের উঠে যেতে বলেছে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।” খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল মুকিত বলেন, এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান। তাকে খোঁজে পুলিশ, ফায়ারসার্ভিস ও লাইফগার্ডদের তৎপরতা অব্যাহত আছে।

Link copied!