শাহবাগে সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, ঘেরাও করল এনটিআরসিএ ভবন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৭, ২০২৫, ০২:১০ পিএম

শাহবাগে সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, ঘেরাও করল এনটিআরসিএ ভবন

ছবি: সংগৃহীত

মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনকারীরা।

সোমবার, ০৭ জুলাই দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা এই বিক্ষোভ মিছিল শুরু করেন। আন্দোলনকারীরা বলেন, শাহবাগ থেকে মিছিল নিয়ে তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবন ঘেরাও করেন।

আন্দোলনকারীরা বলছেন, তারা বৈষম্যের শিকার হয়েছেন।

আন্দোলনকারীদের দাবি, ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় ৮৩ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ২৩ হাজার উত্তীর্ণ হতে পারেননি। এখন সেসব উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থীদের দাবি, তাদের ইচ্ছেকৃতভাবে ফেল করানো হয়েছে। তাদের উত্তীর্ণের সনদ দিতে হবে।

Link copied!