শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী যা জানালেন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩০, ২০২২, ০৭:৩৫ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী যা জানালেন

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো বা নির্ধারিত সময়ে খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অডিটোরিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

করোনাভাইরাসের নতুন ভাইরাস ওমিক্রনের দাপটে দেশের সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। শিক্ষা প্রতিষ্ঠানের ওই ছুটি শেষ হতে সময় অ।ছে মাত্র এক সপ্তাহ। এদিকে, করোনাভাইরাসের পরিস্থিতির অযুহাত তুলে স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করে সেগুলো খোলা রাখার জন্য আহবান জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ।এমতাবস্থায় অভিভাবকরা চিন্তায় পড়ে গেছেন নির্ধারিত সময়ে শিক্ষা  প্রতিষ্ঠান খুলবে নাকি ছুটির সময়সীমা আরও বাড়াবে সরকার।

এমন প্রেক্ষাপটে রবিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “সরকার শিক্ষার্থীদের সুরক্ষিত রেখে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করতে চাইলেও সব কিছু করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে।”

করোনা পরিস্থিতির ওপর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। সে সময় পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে তারপর সিদ্ধান্ত জানানো হবে। এরই মধ্যে আমরা করোনা নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা-পর্যালোচনা করে স্কুল খোলা না বন্ধ, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাতে পারব।”

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের ১২ সেপ্টম্বর খুলে দেয়া হয় স্কুল-কলেজ। পরে খুলে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ও। তবে ওমিক্রনের প্রভাবে করোনাভাইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের ২১ জানুয়ারি আবারও শিক্ষা প্রতিষ্ঠান ১৪ দিনের জন্য ছুটি ঘোষণা করে সরকার।

Link copied!