অনিয়ন্ত্রিত জীবনযাপন আর অস্বাস্থ্যকর খাবারে হৃদরোগীর সংখ্যা বাড়ছে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৫, ২০২২, ০২:৫৭ পিএম

অনিয়ন্ত্রিত জীবনযাপন আর অস্বাস্থ্যকর খাবারে হৃদরোগীর সংখ্যা বাড়ছে

অনিয়ন্ত্রিত জীবনযাপন আর অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস আমাদের দেশে হৃদরোগীর সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। হৃদরোগে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে যদি অনেক রোগী এখনো হৃদরোগের সমস্যাকে অ্যাসিডিটি ভেবে ভুল করেন।

তেল, মসলা, চর্বিযুক্ত খাওয়া দাওয়া আর শরীরচর্চার অভাবে অনেককেই ফ্যাটি হার্টের সমস্যায় পড়তে দেখা যায় । তাই সুস্বাস্থ্যের জন্য অনেকটা সুশৃঙ্খল জীবনকে বেছে নিতে হবে, করতে হবে নিয়মিত শরীরচর্চাও।

চিকিৎসকরা বলছেন, হৃদ্‌রোগ আর অ্যাসিডিটির সমস্যা বোঝার জন্য সূক্ষ্ম কিছু  বিষয় রয়েছে। যেমন শরীরে অ্যাসিডিটির ফলে যে সমস্যা দেখা দেয়, তা শুরু হয় পেট থেকে। এই জ্বালাভাব ধীরে ধীরে বুক ও গলার দিকে উঠে আসতে থাকে। পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়াই এর মূল কারণ। এই অ্যাসিড ধীরে ধীরে খাদ্যনালি হয়ে ওপরের দিকে উঠে আসলে বুক জ্বালার মতো সমস্যা দেখা দেয়। 

অন্যদিকে, হৃদ্‌রোগের সমস্যা শুরু হয় বুক থেকে। ক্রমে সেই ব্যথা বাঁ হাত ও কাঁধের দিকে ছড়িয়ে পড়তে থাকে। শারীরিক ক্লান্তি, বাঁ দিক অসাড় লাগা কিংবা কঠিন হয়ে আসা, বুক-পিঠ ভারী ভাবও হৃদ্‌রোগের লক্ষণ হতে পারে। তাৎক্ষণিকভাবে রোগী এই উপসর্গ দেখে হৃদরোগ না অ্যাসিডিটি বুঝতে ব্যর্থ হলে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারণ হৃদরোগে কয়েক মিনিটের ব্যবধানই মানুষের বাঁচা মরার ভাগ্য নির্ধারণ করে থাকে।

Link copied!