রাজধানীতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধক টিকা বিক্রির ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।টিকা বিক্রির বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
রবিবার (২২ আগস্ট) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, টিকা চুরি করার বিষয়টি খুবই স্পর্শকাতর। টিকা বিক্রির ব্যাপারে তদন্ত চলছে। স্বাস্থ্য অধিদফতরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, টিকা নিতে মানুষের আগ্রহ বাড়ায় টিকাদানের ক্ষেত্রে জট তৈরি হয়েছে। জট খুলতে কেন্দ্রগুলোতে বুথের সংখ্যা বাড়ানো হবে। প্রয়োজন হলে টিকার কেন্দ্রও বাড়ানো হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, রাজধানীর দক্ষিণখানের একটি ফার্মেসি থেকে করোনাভাইরাস প্রতিরোধী মডার্নার ২০ ডোজ টিকা জব্দ করে।
বুধবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে দক্ষিণখানের চালাবন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে টিকার ডোজ জব্দ করার পাশাপাশি বিজয় কৃষ্ণ তালুকদার নামে ওই ফার্মেসির মালিককে আটক করে।
এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার টিকার দুটি এম্পুল পাওয়া যায়। যার একটির মধ্যে টিকার আইসিক ছিল। এছাড়া মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি। সেগুলো জব্দ করা হয়েছে।
ফার্মেসির মালিক বিজয় কৃষ্ণ তালুকদার ৫০০ টাকার বিনিময়ে বেশ কয়েকজনকে এক ডোজ করে টিকা দিচ্ছিলেন বলে দক্ষিণখান থানার পরিদর্শক আফতাব উদ্দিন গণমাধ্যমকে জানান।