বেলারুশকে পরমানু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপনাস্ত্র দিতে যাচ্ছে রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৬, ২০২২, ০৯:৪৮ এএম

বেলারুশকে পরমানু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপনাস্ত্র দিতে যাচ্ছে রাশিয়া

মিত্র দেশ বেলারুশকে পরমানু অস্ত্র বহনে সক্ষম স্বল্পমাত্রার ক্ষেপনাস্ত্র দিতে যাচ্ছে পরাক্রমশালী রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, কয়েক মাসের মধ্যেই বেলারুশকে এ অস্ত্র সরবরাহ করা হবে। পুতিন জানান,  ‘ইসকেন্দার-এম সিস্টেমস’ নামের এই ক্ষেপনাস্ত্র ব্যবস্থায় ব্যালিস্টিক এবং ক্রজ-দুই ধরনের মিসাইলেই ছোড়া যায়। মিসাইলে সাধারণ এবং পারমানবিক-দুই ধরণের অস্ত্রই ব্যবহার করা যায়। সর্বোচ্চ ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইসকেন্দার এম সিস্টেমস।

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী সেন্টপিটার্সবার্গে ইউরোপের ইতিহাসে একটানা দীর্ঘসময়ে ক্ষমতায় থাকা বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে বিষয়টি নিশ্চিত করেছেন পুতিন নিজেই। সামরিক দিক দিয়ে এই দুই দেশের বন্ধুত্ব; নতুন কোন ঘটনা নয়। ইউক্রেনে হামলা শুরুর দেশটির নাকের ডগায় বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালায় রাশিয়া। যৌথ ওই সামরিক মহড়ায় দুই দেশের ৩০ হাজার সৈন্য অংশ নেয়।  

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকেই মস্কোর সঙ্গে সম্পর্ক ভালো নেই পশ্চিমাদের। অর্থনীতি, খেলাধুলাসহ রাশিয়ার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একের পর এক অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব। ‘যুদ্ধে কোন ধরনের হস্তক্ষেপ করলে কঠোর জবাব দেওয়া হবে’- পারমানবিক শক্তিধর পুতিনের এমন হুমকির কারণে ইউক্রেন যুদ্ধে সরাসরি পশ্চিমাদের কোন অংশগ্রহণ নেই।  তবে পশ্চিমারা ইউক্রেনকে পরোক্ষভাবে অস্ত্র কেনার অর্থ ও অন্যান্য ক্ষেত্রে সহায়তা করছে।

Link copied!