কানাডায় আড়াইশো দাবানলের আঘাত, শহর ছাড়ার অপেক্ষায় হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৮, ২০২৩, ০৮:৫১ পিএম

কানাডায় আড়াইশো দাবানলের আঘাত, শহর ছাড়ার অপেক্ষায় হাজারো মানুষ

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউই কাউন্টিতে ভয়াবহ তাণ্ডব চালানোর পর এবার দাবানল আঘাত হেনেছে প্রতিবেশি দেশ কানাডায়। এটি দ্রুত দেশটির উত্তরাঞ্চলীয় শহরের দিকে আসতে থাকায় ইয়েরোনাইফ শহরের জনগণ উদ্ধারকারী উড়োজাহাজে উঠতে পারেনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার যারা দীর্ঘ সময় ধরে উড়োজাহাজে ওঠার জন্য অপেক্ষা করেও ব্যর্থ হয়েছেন, তাদের আসছে শনিবার চেষ্টা করতে বলেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দাবানলের অবস্থান ছিলো ইয়েলোনাফ শহর থেকে ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এটি শনিবার নাগাদ শহরটির কাছাকাছি অবস্থানে চলে আসতে পারে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, কানাডার পুরো উত্তর-পশ্চিম ভূখণ্ডে অন্তত ২৪০টি দাবানল তৈরি হয়েছে। বৃহস্পতিবার এর একটির অবস্থান ছিল ইয়েলোনাইফের ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। শনিবার নাগাদ এই আগুন শহরের কাছাকাছি চলে আসতে পারে। এ কারণে গত মঙ্গলবার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আর শুক্রবারের মধ্যে বাসিন্দাদের শহর ছাড়তে বলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে স্থানীয় কর্মকর্তারা জানান, শুক্রবার ২২টি ফ্লাইটে করে লোকজনকে সরিয়ে নেওয়া হবে। ওইসব ফ্লাইটে ১৮শ মানুষ শহর ছাড়ার সুযোগ পাবে।

উত্তর আমেরিকার দেশ কানাডা এবার ভয়াবহ দাবানল মৌসুম পার করছে। বৃহস্পতিবার পর্যন্ত দেশটির বিভিন্ন জায়গায় দাবানল সক্রিয় আছে। জলবায়ু পরিবর্তনের কারণে গরম ও শুষ্ক আবহাওয়ার ঝুঁকি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দাবানল বৃদ্ধি পাচ্ছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউই কাউন্টিতে ভয়াবহ দাবানলে শতাধিক মানুষ মারা যায়। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকশ মানুষ।

স্থানীয় সময় গত ৮ আগস্ট রাতে মাউইতে দাবানল শুরু হলে পাশ দিয়ে বয়ে  যাওয়া ঘূর্ণিঝড় ডোরার বাতাসের তোড়ে অল্প সময়ের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে।মাউই দ্বীপের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, মাউইর ঐতিহাসিক শহর লাহাইনায় ছড়িয়ে পড়া দাবানলে ব্লকের পর ব্লক পুড়ে ছাই হয়ে যায়। হাওয়াইয়ের গভর্নর যশ গ্রিন জানিয়েছেন, এক পর্যায়ে দাবানলের তাপমাত্রা ৫৩৮ সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল।

Link copied!