ভারতের তামিল নাড়ুর কাঞ্চিপুরম জেলার একটি ধর্মানুষ্ঠানের হোর্ডিংয়ে সাবেক পর্নো তারকা মিয়া খলিফার ছবি দেখা গেছে। বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই চোখ ছানাবড়া নেটিজেনদের। উঠেছে বিতর্কও।
জানা গেছে, কাঞ্চিপুরম জেলার আদি পেরুক্কু অনুষ্ঠানের প্রচারে এই পোস্টার লাগানো হয়। সেখানে দেখা গেছে, মিয়া খলিফা মাথায় দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ একটি অনুষ্ঠান প্রচারে হোর্ডিংয়ে এমন চিত্রে সবাই বেশ চমকে উঠেছেন।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী আদি পেরুক্কু উৎসব প্রকৃতপক্ষে মা পার্বতীর অন্যতম রূপ আম্মানকে উৎসর্গ করে পালিত হয়ে থাকে। এ সময় কাঞ্চিপুরমের বিভিন্ন মন্দির আলো ও হোর্ডিং দিয়ে সাজানো হয়ে থাকে। তবে এবার বিশেষভাবে নজর কেড়েছে মিয়া খলিফার হোর্ডিংটি। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ বিষয়ে একজন পর্নো তারকার ছবি কীভাবে এলো- সেটা নিয়ে বারংবার উঠছে প্রশ্ন। তবে সেই হোর্ডিংয়ে শুধু মিয়া খলিফাই যে আছেন তা কিন্তু নয়। আছেন স্থানীয় নারীরাও।
হোর্ডিংটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ায় বিতর্কের সূত্রপাত হয়েছে। পুলিশে খবর দেওয়ার পর পরই তড়িঘড়ি করে হোর্ডিংটি।
এই হোর্ডিংয়ের ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পুলিশকেও খবর দেওয়া হয়েছে। এরপরই তড়িঘড়ি করে হোর্ডিংটি সরিয়ে নেওয়া হয়।
ঘটনার সূত্রপাত কীভাবে ও এর কারণ কী- তার কোনও ধরনের ব্যাখ্যা স্থানীয়রা বা যারা হোর্ডিংটি লাগিয়েছেন তারা দেননি। সেই সঙ্গে এটা ইচ্ছাকৃত ভুল নাকি বেখেয়ালে হয়েছে সেটাও স্পষ্ট নয়।