পাথর লুটের অভিযোগে সিলেটে এক ইউপি চেয়ারম্যান আটক

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৪, ২০২৫, ১২:৫৭ পিএম

পাথর লুটের অভিযোগে সিলেটে এক ইউপি চেয়ারম্যান আটক

ছবি: সংগৃহীত

পাথর লুটের অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আলমগীর আলমকে আটক করেছে পুলিশ।

ওই উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুট নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে আজ বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান এ তথ্য জানান। তিনি জানান, ইউপি চেয়ারম্যান আলমগীরের বিরুদ্ধে পাথর লুটে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কোম্পানীগঞ্জের ইসলামপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর গত এক বছরে বাধাহীন পাথর লুটপাটের কারণে এখন বিরাণভূমি সাদা পাথর পর্যটনকেন্দ্র। পুরো এলাকা পরিণত হয়েছে ধু ধু বালুচরে।

গত এক বছরে সাদা পাথর এলাকা থেকে ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে। যার বাজারমূল্য ২০০ কোটি টাকারও বেশি।

Link copied!